<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন নির্বাচন কমিশন জনগণের আশা পূরণে সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, নতুন কমিশনের শপথ ভালো বার্তা দেবে। গতকাল রবিবার বিকেলে ঢাকার গুলশানে চেয়ারপারসনের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের সাক্ষাতের পর এক প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমীর খসরু বলেন, নতুন নির্বাচন কমিশন শপথ নিয়েছে। এটা ভালো পদক্ষেপ, যেটা সবার প্রত্যাশা ছিল। এই যে সবাই জানতে চাচ্ছে, নির্বাচনের রোডম্যাপ কী হবে, কবে নির্বাচন হবে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়ে দেশি-বিদেশি অংশীজনরা অপেক্ষা করছে। তিনি বলেন, শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রমের মাধ্যমে তারা (কমিশন) জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। তারা যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা থাকবে। তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নির্বাচন কবে, তারা এটা জানতে চেয়েছে। বাংলাদেশে কবে গণতন্ত্রে ফিরবে সবাই সেই অপেক্ষায় আছে। আমি আগেও বলেছি, দেশের ভেতরে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও দেশের বাইরের সব অংশীদারজনরাও অপেক্ষা করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>