<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানহানির অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মাস্ক পরে তিনি আদালতে উপস্থিত হন। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। আদালতের ভেতরে তিনি আইনজীবীদের সংরক্ষিত আসনে বসেন। এ সময় বারবার নিজের মোবাইল ফোন দেখছিলেন তিনি। পরে তার আইনজীবীর সঙ্গে ১০টা ৫৪ মিনিটে আদালত থেকে বের হয়ে যান। এরপর বিচারক এজলাসে উঠলে ১১টা ১৪ মিনিটে তিনি ফের আদালতে প্রবেশ করেন। মুখের মাস্ক খুলে ১১টা ২৪ মিনিটে তিনি আদালতের কাঠগড়ায় ওঠেন।</span></span></span></span></p>