<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর আজিমপুর এলাকার একটি নির্মীয়মাণ বহুতল ভবন থেকে নিচে পড়ে নয়ন মিয়া (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই দিন মহাখালী রেলগেট ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ঢাকা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই ঘটনা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট থানাকেও এসব মৃত্যুর বিষয়ে অবগত করা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজিমপুরে শ্রমিক মৃত্যু নিয়ে নির্মাণ শ্রমিক রাহাত বলেন, রবিবার সকাল থেকেই ভবনে কাজ করছিলেন নয়ন। পরে দুপুর ১২টার দিকে পা পিছলে তিনি ভবন থেকে নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। নয়ন রাজশাহী জেলার মো. কামাল উদ্দিনের ছেলে। কাজের সুবাদে তিনি আজিমপুর এলাকায় থাকতেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক সাহিদা খানম বলেন, রবিবার ভোরের দিকে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহতের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। প্রাথমিকভাবে বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনা সিআইডি ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে।</span></span></span></span></p>