<p>খুলনায় নির্বাচনব্যবস্থা সংস্কার নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় এই মতবিনিময়সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।</p> <p>সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম বলেন, ‘বাংলাদেশে নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে। সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এই নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে সংস্কারের মাধ্যমে কার্যকর করা যায় সে উদ্দেশ্যে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কিভাবে নির্বাচন কমিশন গঠিত হলে এটি স্বাধীন ও কার্যকরভাবে তার দায়িত্ব পালনে সক্ষম হবে সে বিষয়ে আমাদের সবাইকে ভাবতে হবে।’ তিনি আরো বলেন, ‘বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিল। সে সময়ে নির্বাচন কমিশনার হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারা সংবিধান অনুযায়ী তাদের নিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছেন। মতবিনিময়সভায় নির্বাচন কমিশনের সংস্কারে শক্তিশালী নিরপেক্ষ কমিশন গঠন, নারীদের সংরক্ষিত আসন বৃদ্ধি ও সরাসরি নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্পন্ন, নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় নির্বাচনের মাধ্যমে প্রার্থী মনোনয়নের মতো প্রস্তাব দিয়েছিলেন খুলনার নাগরিকরা।</p> <p> </p>