<p>টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি-২০২৪ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি দেওয়া হয়।</p> <p>টিএমজিবির সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান সবুর খান, ইসিএস কম্পিউটার সিটির (মাল্টিপ্ল্যান) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল হাসান দীপু, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর ইব্রাহিম, স্মার্ট টেনকনোলজিস বিডি লিমিটেডের এমডি মো. জহিরুল ইসলাম, ফ্রন্টটেকের ম্যানেজিং ডিরেক্টর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাডজান্ট টিচার (আইআইটি) রেদোয়ান ফেরদৌস। অনুষ্ঠানে মোট ৪১ জন শিক্ষার্থীকে বৃত্তি শিক্ষা উপকরণ দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। অতিথির বক্তব্যে সবুর খান বলেন, টেকনোলজি মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের সন্তানদের এ ধরনের সহায়তা তাদের শিক্ষাজীবনে আরো উৎসাহ জোগাবে। এটি একটি মহৎ উদ্যোগ এবং সমাজের অন্যান্য ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ প্রয়োজন।</p> <p>ওয়াহিদুল হাসান দীপু বলেন, এমন ভিন্নধর্মী ও শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টিকে সামনে আনতে টিএমজিবি সব সময় কাজ করে। শিক্ষাবৃত্তি-২০২৪ শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো বেশি আগ্রহী করে তুলবে।</p> <p>তানভীর ইব্রাহিম বলেন, শিক্ষার্থীরা এখন মোবাইল বা বিভিন্ন ডিভাইসে বেশি আসক্ত হয়ে পড়েছে। তবে অভিভাবকদের উচিত শিশুদের মোবাইল ডিভাইসকেন্দ্রিক না করে খেলাধুলা করতে মাঠে নিয়ে যাওয়া। তারা যেন আসক্ত না হয়ে ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার করে সেটা লক্ষ রাখা।</p>