<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের প্রত্যন্ত অঞ্চলের বেকার যুব সমাজকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরে বিশেষ ভূমিকা রাখছে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থান হচ্ছে এই জনশক্তির। গতকাল রবিবার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ এলাকায় প্রতিষ্ঠানটি শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োাজন করা হয়। এতে দুই মাসব্যাপী আয়োজিত প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস (লেভেল-২) এ দক্ষতা অর্জন করা ৪০ জন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‌</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শিক্ষার্থীদের মাঝে নগদ ১৫ হাজার ৫০০ টাকা, শিক্ষা সামগ্রীসহ প্রশিক্ষণের সনদ বিতরণ করেন প্রশিক্ষকেরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ইনচার্জ মেজর (অব.) মো. গোলাম হায়দারে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসুচির (তৃতীয় পর্যায়) উপ পরিচালক মো. তৌহিদুল হক।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পল্লিউন্নয়ন অফিসার মো. তাইবুর রহমান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মো. তৌহিদুল হক প্রশিক্ষণ গ্রহণ করা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সমবায় প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের বেকার যুবকদের কারিগরি শিক্ষা গ্রহণের পর দেশে ও বিদেশে কর্মসংস্থান হয়। যা দেশের বেকারত্ব নিরসন করে অর্থনৈতিক চাকা সচল রাখবে। প্রশিক্ষণকালে প্রত্যেক শিক্ষার্থীদের ফ্রি থাকা খাওয়াসহ খেলাধুলার ব্যবস্থা করেছিলেন বসুন্ধরা গ্রুপ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মো. গোলাম হায়দার বলেন, বসুন্ধরা গ্রুপ এই সেক্টরে প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষতা বৃদ্ধি করেছে। এর পেছনে রয়েছে এখানকার শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও যারা এই প্রশিক্ষণ গ্রহন করেছেন তাদের সর্বোচ্চ চেষ্টা থাকায় শতভাগ পাস। এখানে প্রশিক্ষণ নিয়ে জীবনে কোথাও চাকরিতে গেলে এই প্রতিষ্ঠানের সনদ দেখে চাকরি ক্ষেত্রে বিশেষ অগ্রাধীকার পাবেন শিক্ষার্থীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিষ্ঠানটিতে  রয়েছে ৭০০ সদস্যের আবাসিক থাকা-খাওয়ার ব্যাবস্থা। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে একটি উন্নত বাংলাদেশের লক্ষ্য পূরনেও ভূমিকা রেখেছে। একইভাবে সামনেও কাজ করার লক্ষ্যে বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বদ্ধপরিকর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মাদারীপুর জেলার শিকার মঙ্গল গ্রামের আলী আশরাফ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি এই সেন্টার থেকে সেনিটারির কাজ শিখেছি। সেন্টারের লোকজন বিনা খরচে আমাকে দুই মাসের এই প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে তারা থাকা-খাওয়া খেলাধুলা সব রকম ব্যবস্থা করে দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই, তারা সমাজের আমাদের মত বেকার যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে আমাতের গড়ে তুলেছে। আমরা এখন যে কোন  প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আরেক শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি এবছর ইন্টারমিডিয়েট পাশ করেছি। পরীক্ষার পর আমার পড়ালেখা বন্ধ ছিল। এ সময় আমি এই সেন্টারের খবর জানতে পারি। আমি তখন বাড়িতে সবাইকে বলে এখানে প্রশিক্ষণ নিতে আসি। আমি এখানে পাইপ ফিটিং কাজ শিখেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>