<p>খুলনায় সেনা, নৌ ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালিয়ে মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) ও তাঁর স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের হেফাজতে থাকা দুটি রামদা, দুটি চাইনিজ কুড়াল ও বোমাসদৃশ পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। গত শনিবার রাতে নগরীর গোবরচাকা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পলাশ নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, জখম, চাঁদাবাজি, সন্ত্রাসী অপকর্মসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। সোনাডাঙ্গা থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা, নৌ, পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী খুলনা মহানগরীতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় পলাশ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <p> </p>