<p><strong>তাহেরা হোসেন চৌধুরী</strong></p> <p>কবি কামাল চৌধুরীর মা বেগম তাহেরা হোসেন চৌধুরী (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বড় ছেলে আবদুল্লাহ আল মামুন চৌধুরীর ধানমণ্ডির বাসভবনসংলগ্ন মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের বিজয়করায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বেগম তাহেরা হোসেন চৌধুরী আহমদ হোসেন চৌধুরীর স্ত্রী। তিনি ছয় সন্তানের জননী। সংবাদ বিজ্ঞপ্তি</p>