<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক সংসদ সদস্য এবং অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি এস এ খালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এস এ খালেকের ছোট ছেলে এস এ সিদ্দিক সাজু জানান, তাঁর বাবা বিকেল সাড়ে ৩টার দিকে ইউনাইটেড হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় চিকিসার মধ্যে ছিলেন তিনি। গত বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবারের সদস্যরা জানান, আজ সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাঙলা কলেজ প্রাঙ্গণে জানাজা শেষে গাবতলীর মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এস এ খালেকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু শোক জানিয়েছেন। পৃথক শোকবার্তায় তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।</span></span></span></span></span></p>