<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মৌলভীবাজারের পর্যটন শিল্পের বিকাশে শ্রীমঙ্গলের কাকিয়াছড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে তিন দিনব্যাপী হারমনি ফেস্টিভাল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্প্রীতির এই উৎসব আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।</span></span></span></span></span></p>