<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক ব্যাক্তিকে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। গত মঙ্গলবার রাতে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বড়বিল্লা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বুধবার ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ এসব তথ্য জানিয়েছেন। স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন ধরে আমজানখোর ইউনিয়নের হরিণমারি হাট এলাকাসহ বিভিন্ন স্থানে ওই ব্যক্তিকে দেখা গেছে। নাম-ঠিকানা কিছুই বলতে পারেন না তিনি। প্রাথমিকভাবে তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে বিএসএফ। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের কেউই ওই ব্যক্তিকে চেনে না। বাংলাদেশি ওই ব্যক্তিকে ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে। অবৈধ অনুপ্রবেশ বন্ধের বিষয়ে সীমান্ত এলাকায় নিয়মিত জনসচেতনামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে বিজিবি।</span></span></span></span></span></p>