প্রায় আড়াই বছর বয়সের ফরজে রাব্বি। জন্মের ১৬ মাস পর থেকে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ে। একমাত্র ছেলের অসুস্থতায় দুশ্চিন্তায় অস্থির স্বামী পরিত্যক্তা মা। সন্তান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে।
প্রায় আড়াই বছর বয়সের ফরজে রাব্বি। জন্মের ১৬ মাস পর থেকে মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ে। একমাত্র ছেলের অসুস্থতায় দুশ্চিন্তায় অস্থির স্বামী পরিত্যক্তা মা। সন্তান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে।
রাব্বি হচ্ছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকার মো. রফিকুল ইসলামের মেয়ে নাসরিনের একমাত্র ছেলে। সর্বশেষ ঢাকা হার্ট ফাউন্ডেশনে রাব্বির চিকিৎসা হয়।
মা নাসরিন জানান, চিকিৎসার জন্য প্রয়োজন তিন লাখ টাকা।
সম্পর্কিত খবর
আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ দুই দফা দাবিতে এক মাসের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটি আয়োজিত ‘প্রতিবাদী জুলাই জমায়েত’ কর্মসূচিতে এ ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী। এ সময় তিনি বলেন, ‘আগামী এক মাস দুই দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হবে।
প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য স্বপন দত্ত আর নেই। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। গতকাল শনিবার রাত ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে সুনামের সঙ্গে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
কুষ্টিয়া সদর উপজেলায় আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার অভিযুক্তের দোকান ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। অভিযুক্ত সাগজত (৫০) সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শিবপুর এলাকায় মুদি দোকান চালান। সাগজত পলাতক রয়েছেন।
পরে ভুক্তভোগীর মা স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানালে তিনি তাঁদের থানা ও হাসপাতালে যেতে বলেন। কিন্তু খরচের কথা ভেবে তাঁরা আর সেখানে যাননি।
শিশুটির বাবা বলেন, ‘ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম। বাড়ি ফিরলে আমার স্ত্রী ঘটনাটি জানায়।
টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার খবর পেয়ে গতকাল বিক্ষোভ করে স্থানীয় ছাত্র-জনতা। পরে তারা সাগজতের দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।