সাংবাদিক পথিক সাহার মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাংবাদিক পথিক সাহার মৃত্যুবার্ষিকী আজ
পথিক সাহা

ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক পথিক সাহার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জানুয়ারি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পথিক সাহার পরিবার এবং সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে পথিক সাহার পৈতৃক নিবাস মানিকগঞ্জ জেলার গড়পাড়া গাঙ্গুলীনগর গ্রামের শ্রীশ্রী শ্যামসুন্দর আশ্রমে দুপুরে বিশেষ প্রার্থনা, মহাপ্রভুর ভোগরাগ ও প্রসাদ বিতরণ।

সন্ধ্যায় রয়েছে পৈতৃক নিবাসে পথিক সাহা ও তাঁর বাবা পঞ্চানন্দ সাহার সমাধিসৌধে মঙ্গলপ্রদীপ প্রজ্ব্বালন ও আলোকসজ্জাকরণ।

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত

রিভিউ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি

    তত্ত্বাবধায়ক সরকার
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রিভিউ আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) চারটি আবেদনে শুনানি আবার মুলতবি করা হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এ নিয়ে অন্তত তিনবার আবেদনগুলোর শুনানি মুলতবি করা হলো।  ১৯৯৬ সালে আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলগুলোর আন্দোলনের চাপে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আনে বিএনপি সরকার।

ওই বছর ২৭ মার্চ সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন ঘটে। এরপর এই পদ্ধতির অধীনে ১৯৯৬ সালে সপ্তম, ২০০১ সালে অষ্টম এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন হয়।

মন্তব্য
মির্জা আব্বাস

সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে, কিন্তু বনে-জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। গতকাল মঙ্গলবার রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামসংলগ্ন স্থানে আয়োজিত সেমিনারে মির্জা আব্বাস এসব কথা বলেন।

রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক সেমিনারের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস তাঁর দলের পক্ষ থেকে নির্বাচন চাওয়ার দাবির বিষয়ে বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো দেড় যুগ ধরে আন্দোলন করছে, কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এটা তো নতুন দাবি নয়। আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য।

আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন। তাঁরা জানেন না, এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁকফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।

একই অনুষ্ঠানে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা এবং সহযোগীদের বিচার যেকোনো মূল্যে সম্পন্ন করার মাধ্যমে এদের অপরাজনীতি নির্মূল করতে হবে।

 

মন্তব্য

চাঁদাবাজির সময় গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদাবাজির সময় গ্রেপ্তার যুবদল নেতা বহিষ্কার

রাজধানীর মিরপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার জামাল হোসেন রানাকে বহিষ্কার করেছে যুবদল। গতকাল যুবদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মো. তানভীর আহম্মেদ খান ইকরাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন রানাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে সোমবার মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে চাঁদাবাজির সময় রানাকে আটক করা হয়।

চাঁদাবাজির ঘটনায় জামালসহ পাঁচজনের নামে মামলা করেন মো. নেকিব হাছান। অন্য আসামিরা হলেন শেখ সোহাগ, শেখ ইব্রাহীম ইসলাম ইবু, মো. সাগর দেওয়ান ও শাওন হাওলাদার।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজির ঘটনায় করা মামলার আসামি জামাল হোসেন রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিরা গাঢাকা দিয়েছেন।

 

মন্তব্য
বিমসটেক মহাসচিব

সার্ক-বিমসটেকের কোনো দ্বন্দ্ব নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সার্ক-বিমসটেকের কোনো দ্বন্দ্ব নেই

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব ইন্দ্র মণি পান্ডে জানিয়েছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বিমসটেকের সঙ্গে কোনো পারস্পরিক দ্বন্দ্ব নেই। একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে। এ ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে বিমসটেক সহযোগিতা পাচ্ছে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার ঢাকায় বিমসটেক সচিবালয়ে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে বিমসটেক মহাসচিব জানান, সার্ক ও বিমসটেকদুটিই আঞ্চলিক সংস্থা। এই দুই সংস্থার সঙ্গে কোনো পারস্পরিক দ্বন্দ্ব নেই। একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে। একাধিক দেশ সার্ক ও বিমসটেকের সদস্য।

আবার কেউ কেউ আসিয়ানের সদস্য। এ ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

অপর এক প্রশ্নের উত্তরে মহাসচিব বলেন, আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন হবে। সেখানে সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানে সম্মত হয়েছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ