জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থিরচিত্র এবং ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ নামের ওয়েবসাইটে আপলোডের আহবান জানিয়েছে পুলিশ। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণ করা স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (ধহফড়ষড়হবৎপযড়নর.ঢ়ড়ষরপব.মড়া.নফ) আপলোডের জন্য সবার প্রতি আহবান জানানো হচ্ছে। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য, প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যেই এমন উদ্যোগ।