উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর মামলায় কিশোর গ্যাংয়ের আরো তিন সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। আসামিরা হলেন মো. আলফাজ মিয়া শিশির, সজীব ও মেহেদী হাসান সাইফ।
মামলার সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং সদস্যরা গত সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল।
এ সময় রিকশা থেকে মেহেবুল এবং তাঁর স্ত্রী নাসরিন আকতার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে একসঙ্গে জড়ো করে। এরপর তাঁদের প্রকাশ্যে কোপায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
সেই যুগল দম্পতি নয় বলে জানালেন প্রকৃত স্ত্রী
চাঞ্চল্যকর এই ঘটনার ভুক্তভোগী নারী-পুরুষ স্বামী-স্ত্রী নন বলে দাবি করেছেন আহত ব্যক্তির প্রকৃত স্ত্রী শম্পা। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
শম্পা বলেন, ‘মেহেবুল হাসান আমার বৈধ স্বামী। নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এটি জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা।’ তিনি আরো দাবি করেন, এই ব্যাপারে তাঁর কাছে প্রমাণ রয়েছে।