তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে তরুণদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে, তারাই সফলতা লাভ করবে। গতকাল সন্ধ্যায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে তারুণ্যের উৎসব-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।