জেনেভা ক্যাম্পে বেড়ে ওঠা শত শত বিহারি শিশুর জন্য উর্দু শেখার একটি মানসম্পন্ন একাডেমি বা স্কুল গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল শনিবার তাঁর ভেরিফায়েড আইডি থেকে শেয়ার করা এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে প্রেস সচিব লেখেন, জেনেভা ক্যাম্পে বেড়ে ওঠা শত শত বিহারি শিশুর জন্য কাব্যিক ও চমৎকার উর্দু শেখা, বলা ও লেখার জন্য একটি মানসম্পন্ন একাডেমি বা স্কুল গড়ে তোলা প্রয়োজন। ভাষাশহীদদের আত্মত্যাগ ছিল মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রতীক।