যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানেও আমাদের ১১ নারী শহীদ হয়েছেন। অনেকেই আহত হয়েছেন। তাঁদের জন্য আন্তর্জাতিক নারী দিবসে সম্মান জানাতে চাই।’
গতকাল শনিবার গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় কিউট আন্তর্জাতিক নারী দিবস আর্চারি টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সবার অর্জনের পরিমাণ সমান নয়। এর মধ্যে কিছু কিছু ফেডারেশন আমরা আইডেন্টিফাই করেছি, যারা বাংলাদেশের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মান বয়ে এনেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, তার মধ্যে আর্চারি ফেডারেশন অন্যতম। আরো গুরুত্বপূর্ণ হলো, স্পোর্টসে আমরা যে পার্টিসিপেশনের কথা বলি, তা হলো আর্চারি ফেডারশনে পুরুষদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নারীদের সমানতালে এগিয়ে যাওয়া। এরই মধ্যে নারী আর্চাররা যে বিজয় ছিনিয়ে এনেছেন, তার জন্য ধন্যবাদ জানাই।
’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি।
উপস্থিত ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিউটের চেয়ারম্যান ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়েত আহমেদ, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সহসভাপতি সুব্রত মজুমদার ডলার, কোষাধ্যক্ষ মো. আনিসুর রহমান প্রমুখ।