জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম খোকন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি জানিয়েছেন।
আক্তার হোসেন জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে আসামি মুহাম্মদ আশরাফুল আলমের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসর সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার সম্পদের মালিকানা অর্জন এবং তা দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে তাঁর নামীয় তিনটি ব্যাংক হিসেবে এক কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন করেন।