রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমানো হচ্ছে না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এখন থেকে জনপ্রতি মাসিক বরাদ্দ দিচ্ছে ১২ ডলার করে, যা আগে ছিল সাড়ে ১২ ডলার।
কক্সবাজারের রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অফিসের অতিরিক্ত কমিশনার এবং সরকারের যুগ্ম সচিব মো শামছুদ্দৌজা বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের যুগ্ম সচিব জানান, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পের রোহিঙ্গাদের খাবারের জন্য মাসিক বরাদ্দ ছিল জনপ্রতি সাড়ে ১২ ডলার করে। অন্যদিকে ভাসানচর ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের জন্য জনপ্রতি বরাদ্দ ছিল ১৬ ডলার করে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি গত ৫ মার্চ এক চিঠিতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমিয়ে মাসিক জনপ্রতি ছয় ডলার করে বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এরই মধ্যে গত ১৪ মার্চ জাতিসংঘের মহাসচিব এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। রোহিঙ্গারা জাতিসংঘ মহাসচিবের কাছে খাদ্য সহায়তা কমানোর বিষয়টি তুলে ধরে সিদ্ধান্তটি পুনর্বিবেচনারও আবেদন জানায়।
অতিরিক্ত আরআরআরসি শামছুদ্দৌজা জানান, সর্বশেষ ডব্লিউএফপি এক চিঠিতে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মাসিক জনপ্রতি ১২ ডলার এবং ভাসানচরের রোহিঙ্গাদের জন্য জনপ্রতি ১৩ ডলার করে বরাদ্দের সিদ্ধান্তের কথা জানান।