এবার ঈদে লম্বা ছুটি। এই সুযোগে দেশে-বিদেশে ছুটবে ভ্রমণপ্রিয় মানুষ। দেশে পাহাড় ও হ্রদে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি রাঙামাটি। এটি বরাবরই পছন্দের তালিকায় থাকে পর্যটকদের।
এবার ঈদে লম্বা ছুটি। এই সুযোগে দেশে-বিদেশে ছুটবে ভ্রমণপ্রিয় মানুষ। দেশে পাহাড় ও হ্রদে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি রাঙামাটি। এটি বরাবরই পছন্দের তালিকায় থাকে পর্যটকদের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদে পর্যটকদের বরণ করতে রাঙামাটির পর্যটন আইকন খ্যাত ঝুলন্ত সেতুতে চলছে সংস্কারকাজ। পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে সেতুতে দেওয়া হচ্ছে রং। পাশাপাশি সেতুর পুরনো পাটাতন বদলে নতুন পাটাতন লাগানো হচ্ছে, অন্য জরুরি সংস্কারকাজও চলমান রয়েছে।
রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাপ্তাই হ্রদ ভ্রমণ। বোটে করে হ্রদের নীল জলে নৌবিহার করতে চায় পর্যটকরা। এর জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে ট্যুরিস্ট বোটসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ট্যুরিস্ট বোটচালক সমিতির নেতা রমজান আলী বলেন, ‘আশা করছি সামনের ঈদের ছুটিতে বেশ ভালো একটা পর্যটক সমাগম হবে এবং আমরাও ভালো ব্যবসা করতে পারব। পর্যটকদের বরণ করে নিতে আমরা আমাদের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ করেছি।
রাঙামাটি পর্যটন নৌযান ঘাটের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম বলেন, ‘পর্যটকদের বরণ করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। বোটগুলো সংস্কার করা, নতুন রং করাসহ সব কাজ শেষের পথে। ট্যুরিস্ট বোট ব্যবসায়ীরা পর্যটকদের জন্য অপেক্ষায় আছেন। আশা করছি ঈদের ছুটিতে বেশ ভালো পরিমাণ পর্যটক সমাগম হবে।’
ছুটিতে আশানুরূপ পর্যটক ভ্রমণের আশা প্রকাশ করে পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ‘সামনের ৯ দিন ছুটিকে উপলক্ষ করে আমরা আমাদের অবকাঠামো, ঝুলন্ত সেতুসহ অন্য সব কিছু নতুন করে সাজাচ্ছি। আশা করি ঈদের ছুটিতে যারা রাঙামাটি বেড়াতে আসবে, তারা প্রাণভরে পর্যটন হলিডে কমপ্লেক্সসহ অপূর্ব রাঙামাটি উপভোগ করতে পারবে।’ আলোক বিকাশ চাকমা আশা করছেন, এবার এই লম্বা ছুটিতে অনেক পর্যটক বেড়াতে আসবে এবং ব্যবসাও ভালো হবে।
সম্পর্কিত খবর
গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৭.৮ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৯ ডিগ্রি সে.। রাজশাহী ৩৮.৪ ডিগ্রি সে.। রংপুর ৩৩.৮ ডিগ্রি সে.।
গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৪ ডিগ্রি সে.।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
সূত্র : আবহাওয়া অধিদপ্তর
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে মায়ানমারের ভেতর স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশির পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের শূন্য লাইনে পণ্য চোরাচালানের সময় ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হচ্ছেন চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকার মৃত আফজালের ছেলে মোহাম্মদ সালাম (৪২)। স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে মায়ানমার সীমান্তে বাংলাদেশের পণ্য পাচারকাজে জড়িত ছিলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’ সারজিস আরো বলেন, ‘চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আজ (শনিবার) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে।