<p>গত তিন দিনের টানা বৃষ্টিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া-গজঘণ্টা সড়কের বালারঘাট এলাকায় পাকা সড়কের প্রায় ২০ ফুট পুকুর ধসে পড়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।</p> <p>স্থানীয়রা জানায়, প্রতিনিয়ত এ সড়ক দিয়ে উপজেলার লক্ষীটারী, গজঘণ্টা, মর্নেয়া তিন ইউনিয়নের হাজারো মানুষ গঙ্গাচড়া উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে। সড়কটি পুকুরে ধসে পড়ায় বাইপাস হিসেবে প্রায় দুই কিলোমিটার ঘুরে চিকন রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে বড় ও ভারী যানবাহন চলাচল সম্ভব না হওয়ায় এ ধরনের যানবাহনকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে বুড়িরহাট হয়ে যাতায়াত করতে হচ্ছে।</p> <p>উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন,  তবে অতিবৃষ্টির কারণে শ্রমিকরা কাজ করতে পারছে না।</p> <p> </p> <p> </p>