<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগেরহাটে বিএনপির এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রংমিস্ত্রিকে এবং কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ছাড়া পিরোজপুরের স্বরূপকাঠিতে এক বৃদ্ধাকে খুন করে লুট করেছে দুর্বৃত্তরা। মুন্সীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবক মারা গেছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগেরহাট : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাগেরহাট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সদর উপজেলার মির্জাপুর মধ্যপাড়া জামে মসজিদের কাছে গতকাল দুপুরে বিএনপির এক নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ সময় তাঁর মোটরসাইকেলে থাকা আরো একজন আহত হয়। নিহত সজীব তরফদার (৪৫) সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সজীব তরফদার ডেমা গ্রামের সিদ্দিক তরফদারের ছেলে। আহত কামাল তরফদারকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোপালগঞ্জের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কাশিয়ানীতে কুদ্দুস সেখ (৬৫) নামের এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কুদ্দুস সেখ কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসেম সেখের ছেলে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাশিয়ানী থানার ওসি মো. শফি উদ্দিন খান জানান, খুব ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি কুদ্দুস সেখ। এ সময় তাঁকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন টের পেয়ে ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও জ্যাকেট উদ্ধার করেছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে গভীর রাতে জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে সবার হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদলের সদস্যদের চিনে ফেলায় গৃহকর্তার ছেলেকে শ্বাসরোধে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাতদল। সোমবার গভীর রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামের সুপারি ব্যবসায়ী শফি উদ্দিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলেফ উদ্দিন (৩৫)।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরূপকাঠি</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (পিরোজপুর) : স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠিতে দিনের বেলায় শেফালী বেগম (৬৮) নামের এক বৃদ্ধাকে হত্যা করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরের কোনো একসময় ওই ঘটনা ঘটেছে বলে নিহত বৃদ্ধার ছেলে স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষক মো. এনামুল হক জানান।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবক শুভ ব্যাপারী তিন দিন পর সোমবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গত শনিবার রাত ১২টার দিকে রামগোপালপুর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই যুবক। নিহত শুভ মিরকাদিমের কালিন্দীপাড়া এলাকার মুকুল ব্যাপারীর ছেলে।</span></span></span></span></p>