<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা ও পুলিশের ছররা গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় দিন কাটাচ্ছেন সাকিব। নিভে গেছে বাম চোখের আলো। ছাগলনাইয়া পৌরসভায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হয়েছেন সাহেদুল ইসলাম সাকিব (২২)। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, (পঙ্গু হাসপাতাল) সিএমএইচসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিলেও এসব গুলি এখনো তার শরীরে রয়ে গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিবের মাথা, মুখ ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে তিন শতাধিক ছররা গুলি লাগায় চিকিৎসকদের পরামর্শ দেশের বাইরে নিয়ে চিকিৎসা নিতে পারলে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আর্থিক সংকটের কারণে সাকিবের উন্নত চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। সাকিবের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের মির্জাপাড়ার বাসিন্দা সাহেদুল ইসলাম সাকিব। তিনি স্থানীয় মৌলভী সামছুল করিম দাখিল মাদরাসায় পড়াশোনা করতেন। দুই ভাই-দুই বোনের মধ্যে সে সবার ছোট। বাবা নূর আলম অ্যাজমা ও হৃদরোগে আক্রান্ত হয়ে প্রবাস থেকে দেশে চলে আসেন। একমাত্র বড় ভাই উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে সংসারের হাল ধরেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পারিবারিক সূত্রে জানা যায়, ৫ আগস্ট ছাগলনাইয়া পৌর শহরে ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন সাকিব। আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও পুলিশের ছররা গুলি সাকিবের চোখ, মুখ, মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে লাগে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিবের বোন ফাহিমা আক্তার জানান, পাহাড়তলী চক্ষু হাসপাতালে অপারেশনে বাম চোখ নষ্ট হওয়ার কথা জানালেও চিকিৎসকরা গুলি বের করতে পারেননি। তার বাম চোখে এখনো দুটি গুলি রয়েছে। এ ছাড়া মাথায় ১৯৪টি, দুহাতে শতাধিক, বুকে তিনটিসহ তিন শতাধিক গুলি লাগে।</span></span></span></span></span></p>