<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিন চাকার যান মহাসড়কে চলাচল </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিষিদ্ধ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> থাকলেও ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাঁচটি স্পটজুড়ে তিন চাকার স্ট্যান্ড দখল করায় ঢাকা-বরিশাল এবং আঞ্চলিক মহাসড়কে যাতায়াতকারী দূরপাল্লার বাসগুলো যানজটে আটকে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। রোগীরা হাসপাতাল যেতে দুর্ভোগে পড়ছে। আর তিন চাকার যানের দাপটের কারণে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। প্রাণহানির ঘটনাও অহরহ ঘটেছে। ব্যবসায়ীরা বলছেন, দোকানের সামনে ফুটপাতের দোকান, তার সামনে দাঁড়িয়ে থাকে রিকশা, কাস্টমার দোকানে ঢুকতে পারছে না। কে শুনে কার কথা! সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে দেশের ২২টি মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এরপর ২০১৯ সালে উচ্চ আদালত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে তিন চাকার বাহন না চালানোর নির্দেশ দেন। এই সিদ্ধান্ত শুধু কাগজে-কলমেই রয়েছে বলে দেখা গেছে। সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাই শহরের মধ্যে স্ট্যান্ড করে দাবড়িয়ে বেড়াচ্ছে। নিষিদ্ধ হওয়ার পরও কিভাবে শহরের মেইন স্পটে স্ট্যান্ড করে দখল করে রাখছেন জানতে চাইলে তারা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের পৌরসভা থেকে নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড করে দেয় না তাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>