<p>কুমিল্লার চৌদ্দগ্রামে হারুন রশিদ নামে যুবলীগ নেতার নির্যাতনের চিত্র তুলে ধরে কান্নায় ভেঙে পড়লেন ফারহানা ইয়াসমিন নামের এক গৃহবধূ। তার সঙ্গে অঝোরে কেঁদেছেন তার দুই সন্তান সেগুফতা ইসলাম তুলি (১৫) ও আশরাফুল ইসলাম তোহা (১০)। অভিযুক্ত যুবলীগ নেতা পৌরসভার ৩ নং ওয়ার্ডের শ্রীপুর এলাকার মৃত শাহজাহান মজুমদারের ছেলে। গতকাল রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে গৃহবধূ ফারহানা ইয়াসমিন তার পরিবারের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন।</p> <p>এ সময় লিখিত বক্তব্যে ফরহানা বলেন, ‘মনে করেছিলাম ৫ আগস্টের পর এ দেশে আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র। স্থানীয় যুবলীগ নেতা হারুন রশিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমাদের বিরোধ চলছিল। আওয়ামী লীগের আমলে তারা একাধিকবার আমার পরিবারের ওপর হামলা চালিয়ে নির্যাতন করেছিল। প্রতিকার কোথাও পাইনি। কিন্তু আওয়ামী লীগ সরকার পালানোর পরেও গত ২ ডিসেম্বর যুবলীগ নেতা হারুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে থানা পুলিশের একটি টিম আমাদের উদ্ধার করে।’</p> <p>লিখিত বক্তব্যে গৃহবধূ আরো বলেন, ‘যুবলীগ নেতা হারুন রশিদ এখন আমার দুই সন্তানকে স্কুলে যেতে ও বার্ষিক পরীক্ষায় অংশ নিতে বাধা দিচ্ছে। পরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সাহায্যে আমার সন্তানরা বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। আমরা তার অত্যাচারে গত ২ ডিসেম্বর থেকে পরিবার-পরিজন নিয়ে এক আত্মীয়র বাড়িতে আছি।’</p> <p>চৌদ্দগ্রাম থানার ওসি এ টি এম আক্তার উজ জামান বলেন, ‘আমরা গৃহবধূকে থানায় আসতে বললেও তিনি এখন আর আসছেন না।’</p> <p> </p>