<p>বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বেচ্ছাসেবী তিনটি ব্লাড ব্যাংকের ক্লাব পরিচালনা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষার্থীদের একটি পক্ষ। অপর পক্ষ সেই তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে। ফলে তালা দেওয়া ও ভাঙা নিয়ে মেডিক্যাল কলেজের দুই দল শিক্ষার্থীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনির বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাবগুলোতে প্রবেশ করিডরে তালা দেন।</p> <p>ক্লাব তিনটি হলো—সন্ধানী ব্লাড ডোনার ক্লাব, মেডিসিন ক্লাব ও যুব রেড ক্রিসেন্ট ক্লাব। এই তিনটি ক্লাব থেকে রক্ত ও অন্যান্য সেবা নেওয়া রোগীরা ভোগান্তিতে পড়েছেন। গত সরকারের আমলে সংগঠনগুলো গঠনতন্ত্রবহির্ভূতভাবে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের তত্ত্বাবধানে পরিচালিত হতো বলে শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ। গত ৫ আগস্ট অভ্যুত্থানের পর ক্লাবগুলোর দায়িত্ব নেয় শিক্ষার্থীদের আরেকটি অংশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ক্লাব তিনটি তালাবদ্ধ করে রাখে। আগামী রবিবার হাসপাতালের পরিচালক দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধানের আশ্বাস দিয়েছেন।</p> <p>হাসপাতালের উপপরিচালক মনিরুজ্জামান শাহিন বলেন, পরিচালকের নির্দেশে আপাতত ক্লাবগুলো বন্ধ রাখা হয়েছে। আগামী রবিবার হাসপাতালের পরিচালক দুই পক্ষকে নিয়ে পরামর্শ করে সমাধান করবেন।</p> <p> </p>