<p>শেরপুরে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলার প্রধান আসামি রঞ্জু মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার র্যাবের একটি দল জামালপুরের মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রঞ্জু মিয়া শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চরশেরপুর নিজপাড়া গ্রামের বাড়িতে ছুটিতে আসা সেনা সদস্য ওয়াসিম আকরাম ২ ডিসেম্বর খুন হন।</p> <p> </p>