<p>শূন্য থেকে শুরু করে প্রতিকূল পথ ধরে কঠোর পরিশ্রমের দ্বারা অনেক শিক্ষিত বেকার তরুণ সফল হয়েছেন। তরুণ উদ্যোক্তা হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া এলাকার তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলাম তাদের মতোই একজন। স্বল্প সময়ের ব্যবধানে হয়ে উঠেছেন তরুণ কৃষি উদ্যোক্তা। এরই মধ্যে লেবুবাগান ব্যবসার পাশাপাশি বরই চাষে সাফল্য কুড়িয়েছেন।</p> <p>সংসারে আর্থিক অনটনের কারণে এইচএসসি পাস করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হন রাকিবুল ইসলাম। এরপর স্বল্প পরিসরে লেবুবাগান ব্যবসা শুরু করেন। এতেও যেন তার মন পরিতৃপ্ত হচ্ছিল না। একদিন তিনি এক উদ্যোক্তার বরই বাগান দেখতে যান। সেখানে তিনি ‘ভারত সুন্দরী’ বা ‘বল সুন্দরী’ জাতের বরই বাগান দেখে অনুপ্রাণিত হয়ে বাগান করার পরিকল্পনা করেন।</p> <p>সরেজমিনে গিয়ে দেখা যায়, রাকিবুলের বরই বাগানে ভারত সুন্দরী জাতের বরইয়ের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে তিনি বরই বাজারজাত করা শুরু করছেন। বাগানে প্রতিদিন ৮-১০ জন শ্রমিক মজুরি খাটছেন। বিভিন্ন স্থান থেকে উৎসাহী তরুণ ও চাষিরা তার বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছেন ও পরামর্শ নিচ্ছেন। তবে বরই চাষে সার ও কীটনাশকের পরিমাণ বেশি লাগে। বাজারে ভেজাল সার ও কীটনাশকের দৌরাত্ম্য ও সিন্ডিকেট দূর করার দাবি জানিয়েছেন রাকিবুল ইসলামের মতো উদীয়মান চাষি ও উদ্যোক্তারা।</p> <p>জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, গত মৌসুমে জেলায় ৩৫০ হেক্টর জমিতে বরইয়ের চাষ হয়েছে। উৎপাদন হয়েছে চার হাজার ৩৪৩ মেট্রিক টন। চলতি মৌসুমে ৩৬০ হেক্টর জমিতে বরইয়ের চাষ হয়েছে। অন্যদিকে বাগাতিপাড়া উপজেলায় পাঁচ হেক্টর জমিতে বরইয়ের চাষ হয়েছে। এ ছাড়া জেলায় অগ্রসরমাণ কৃষকের সংখ্যা ৩৩৮ জন। ক্রমেই জেলায় অগ্রসরমাণ কৃষকের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে অধিদপ্তরটি।</p> <p>বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. ভবসিন্ধু রায় বলেন, “বরইয়ের অন্যান্য জাতের মধ্যে ‘ভারত সুন্দরী’ বা ‘বল সুন্দরী’ জাতের কুল বেশি জনপ্রিয়তা পাচ্ছে। দেখতে সুন্দর, আকর্ষণীয়, সুস্বাদু, পুষ্টিগুণসম্পন্ন ও মাংসাশী এর অন্যতম কারণ। কুল চাষ সম্প্রসারণে অন্যান্য চাষির মতোই তরুণ উদ্যোক্তা রাকিবুল ইসলামকে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি।”</p> <p> </p>