<p>বাগেরহাটের ফকিরহাটে আমন ধান কাটা-মাড়াই শেষ হতে না হতেই বোরো ধান চাষাবাদের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। চাষাবাদের শুরুতেই প্রণোদনার বীজ ও সার পাওয়ায় বোরো চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। শীতকে তুচ্ছ করে মাঠে ঘাম ঝরাচ্ছেন কৃষক। শীত ও কুয়াশার কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে পরিশ্রম করছেন তারা। হাল চাষে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। কেউ বা বীজতলায় পানি দিচ্ছেন, কেউ লাঙল চালাচ্ছেন। আমন ধানের ভালো দাম পাওয়ায় উৎসাহ-উদ্দীপনা নিয়ে বোরো আবাদে মাঠে নেমেছেন তারা। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উচ্চ ফলনশীল ও ভালো মানের ফসল উৎপাদনের জন্য উপজেলার পাঁচ হাজার ৪০০ চাষিকে বোরো ধানের হাইব্রিড বীজ দেওয়া হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার আটটি ইউনিয়নে আট হাজার ৫১৯ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ লক্ষ্যে ৪১০ হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত করেছেন চাষিরা। কৃষি বিভাগ থেকে সার, ওষুধসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে কর্মকর্তারা জানান।</p> <p> </p>