<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পাচার বেড়েছে কয়েক গুণ। প্রতিনিয়ত এপার থেকে হচ্ছে মানবপাচার আর ওপার থেকে করা হচ্ছে মাদকপাচার। চলমান পরিস্থিতিতে ভারতীয় ভিসা বন্ধ থাকার ফলে মহেশপুর সীমান্ত দিয়ে এই পাচার কার্যক্রম বেড়ে যায়। তবে মাঝে মাঝে অভিযান চালিয়ে অনুপ্রবেশকারীদের আটক করলেও পুরোপুরি লাগাম টানতে পারছে না আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সম্প্রতি সীমান্তে মাদকের কয়েকটি বড় চালান উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এসব মাদকের মালিক ও মানবপাচারকারীরা অধরা রয়ে গেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তারা মাদকপাচার বন্ধে যেমন তৎপরতা চালাচ্ছেন, তেমনি সীমান্তপথে অনুপ্রবেশ রোধেও কাজ করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, ঝিনাইদহ জেলায় ৭২ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্ত রয়েছে। এর মধ্যে ১২ কিলোমিটার সীমান্তের এপার-ওপার কোনো কাঁটাতার নেই।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাঁটাতারহীন সীমান্তের ৯টি গ্রাম দিয়ে নিয়মিত চোরাচালান ও মানব পাচার করা হয়। এই ৯টি গ্রাম হচ্ছে বাঘাডাঙ্গা, পলিয়ানপুর, যাদবপুর, জুলুলি, শ্যামকুড়, মড়কধ্বজপুর, রায়পুর, কচুয়ারপোতা ও লেবুতলা। এই এলাকাগুলোতে বিজিবির সোর্স পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি এসব সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করেন। দেশের চলমান পরিস্থিতিতে ভারতীয় ভিসা না পাওয়া বাংলাদেশি নাগরিকদের অনেকেই সীমান্তবর্তী এসব এলাকা দিয়ে চোরাকারবারিদের মাধ্যমে ভারতে পালিয়ে যায়। বিশেষ করে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ বেড়ে গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সীমান্ত এলাকা ঘুরে জানা গেছে, কাঞ্চনপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত আল-আমিন, রায়পুর সীমান্ত কুটি মিয়া, শ্যামকুড় সীমান্ত মোহাম্মদ আলী, নেপা সীমান্ত নওশের আলী নিয়ন্ত্রণ করেন। তারা সবাই বিজিবির সোর্স পরিচয় দিয়ে চোরাচালানি ও মানব পাচার করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার মাসে ২৮ জন ভারতীয় নাগরিকসহ ৯৩৬ জন আটক হয়েছে। আটককৃতদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, ছাত্রলীগ নেতা, পুলিশ সদস্য, জেল পলাতক আসামি, বিদ্রোহী আনসার সদস্যসহ আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা রয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সীমান্ত এলাকা থেকে গত চার মাসে ক্রিস্টাল মেথড, ফেনসিডিল, গাঁজা, মদসহ অন্তত ৬৫ কোটি টাকার মাদক উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশে অনিচ্ছুক শ্যামকুড় সীমান্ত এলাকার এক জনপ্রতিনিধি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত আমাদের এলাকায় দামি দামি যানবাহনের আনাগোনা বেড়ে গেছে। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে চিহ্নিত কয়েকজন চোরাকারবারির মাধ্যমে ভারতে যাচ্ছে। শুনেছি, এসব চোরাকারবারি একেকজন মানুষকে ভারতে পার করতে ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নেয়। এরাই আবার ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক এনে গাড়িতে করে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব বিষয় নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গেল কয়েক মাসে মহেশপুর থেকে আমরা বিপুল পরিমাণ ফেনসিডিল ও কয়েকজন কারবারিকে আটক করেছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মহেশপুরের ভারতীয় সীমান্তবর্তী এলাকায়ও আমরা অভিযান চালাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলার সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ ও মাদকপাচার রোধে কাজ করা হচ্ছে। এ নিয়ে আমরা একাধিকবার বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি। আশা করছি, খুব দ্রুতই এসব সমস্যার সমাধান ঘটবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>