শখ করে দৌড়াতেন। পাড়ি দিয়েছেন হাজার হাজার মাইল পথ। পেয়ে গেছেন সুখের ঠিকানা। বেশ আয় হয়।
শখের দৌড়ে ‘সুখের ঠিকানা’
বিশ্বজিৎ পাল বাবু, ব্রাহ্মণবাড়িয়া

বলছি কলেজছাত্র ময়নুল আহমেদের কথা।
গত ৭ ডিসেম্বর কক্সবাজারে এলিট ম্যারাথনে (৪২.১৯৫ কিলোমিটার) এক হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম রানার আপ হয়ে এলাকায় হৈচৈ ফেলে দেন ময়নুল।
শুধু দেশের মাটিতে নয়, বিদেশেও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ময়নুল। এর মধ্যে দুবাইয়ে তিনবার ও ভারতে ১৭ বার।
ময়নুল জানালেন কিভাবে তিনি দৌড়ের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। মূলত শখ করে দৌড়াতে গিয়েই দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়াটা এখন নেশায় পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘আমি উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে এ পর্যন্ত ৮০টির বেশি ম্যারাথন ইভেন্টে অংশ নিয়েছি। গত ১ নভেম্বর সিলেটের শমশেরনগরে ৫০ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। এর আগে বান্দরবানে ২৫ কিলোমিটার ম্যারাথনে চ্যাম্পিয়ন হই। সর্বশেষ সফলতা ছিল কক্সবাজারে।’
ময়নুল আহমেদ বলেন, ‘২০২১ সালে মাহমুদ নামের স্থানীয় এক বড় ভাইয়ের কাছ থেকে ম্যারাথন সম্পর্কে অবগত হই। তিনি আমাকে উৎসাহ দিয়ে ম্যারাথন শুরু করার পরামর্শ দেন। সিলেটে প্রথমবারের মতো হাফ ম্যারাথনে অংশ নেই। ওই ইভেন্টে ১৭ নম্বর অবস্থানে থেকে দৌড় শেষ করি।’
সম্পর্কিত খবর

ঝুঁকি


২৪ ঘণ্টায় তিন কোটি টাকা টোল আদায়
টাঙ্গাইল প্রতিনিধি

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহন বেড়েছে। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। গতকাল শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএর অভিযান
রাজশাহী ব্যুরো

ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে লক্ষ্যে বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন আল্পনা ইয়াসমিন। সরেজমিনে গিয়ে জানা যায়, যাত্রী যাবেন রাজশাহী থেকে ফেনী, কিন্তু যাত্রীর কাছ থেকে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজারের ভাড়া এক হাজার ৮০০ টাকা।

ঠাকুরগাঁওয়ে পাঁচ টাকায় ঈদ বাজার
ঠাকুরগাঁও প্রতিনিধি

মাত্র পাঁচ টাকায় ঈদের বাজার করতে পেরে খুশি ঠাকুরগাঁওয়ের পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবার। গতকাল শনিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে স্থানীয় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায় জুলুমবস্তি’ এই ঈদ বাজারের আয়োজন করে। সহায়তা পাওয়া জরিনা বেগম বলেন, ‘আমার পরিবারে পাঁচজন সদস্য। স্বামী ও সন্তান দিনমজুরের কাজ করে সংসার চালাই।