<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু রাজনৈতিক বিবেচনায় উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ায় সম্ভাবনাময় সব ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। সব কিছু ঠিক থাকার পরও চালু হয়নি বিমানবন্দর, হয়নি আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ। অকার্যকর ছিল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। বিফলে গেছে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণের উদ্দেশ্য। ক্ষমতার পটপরিবর্তনে নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে বঞ্চিত বগুড়াবাসী।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইরুল ইসলাম জানান, বগুড়ায় বড় প্রকল্পগুলোর বেশির ভাগই বাস্তবায়িত হয় ২০০১ থেকে ২০০৫ এর মধ্যে। প্রাকৃতিক ও ভৌগোলিকভাবে এত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও চালু হয়নি বিমানবন্দর, আন্তর্জাতিক শহীদ চান্দু স্টেডিয়াম, নার্স স্টাফ কলেজ। জায়গা নির্ধারণ করা হলেও নির্মাণ করা হয়নি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেলিভিশনের আঞ্চলিক কেন্দ্র। করতোয়া ও যমুনা নদীকে ঘিরে খনন, পানি সেচ ও তীররক্ষা নিয়ে গ্রহণ করা হয়নি টেকসই কোনো প্রকল্প। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাঁরা বলেন, ২১টি ওয়ার্ড নিয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটারজুড়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত না করে আয়তনে ছোট এবং প্রয়োজনীয় সুবিধা না থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসায় বিগত আওয়ামী লীগ সরকার বেশ কয়েকটি পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করেছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এস এম সবুজ, তানভীর আলম রিমনসহ কয়েকজন জানান, এখানে সম্পূর্ণভাবে অকার্যকর ছিল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। বিগত ১৬ বছরে কোনো রকম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি এখানে, বন্ধ হয়ে গেছে অত্যাধুনিক সুইমিং পুল। অথচ এখানেই তৈরি হয়েছেন মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, তামিম, হৃদয়, খাদিজাতুল কোবরা, শারমিন সুলতানা, ঋতুমনিসহ অনেকে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতা বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আফসারুল হাবিব রোজ জানান, ২০০৬-এ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ও অত্যাধুনিক যন্ত্রপাতি সংবলিত তৎকালীন বিএনপি সরকার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণ করে। কিন্তু দলবাজ আওয়ামী চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা না দিয়ে হাসপাতালের যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ না করে নষ্ট করেছেন এবং ঢাকায় স্থানান্তর করেছেন। এককথায় সুষ্ঠু ও উপযুক্ত পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ লজিস্টিক সাপোর্টের কারণে হাসপাতাল নির্মাণের উদ্দেশ্য প্রায় বিফলে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল বাছেদ বলেন, আদালতে আইনজীবীর সংখ্যা প্রায় এক হাজার ১০০। এর মধ্যে ৩৫০ জন লাইসেন্স পাওয়ার অপেক্ষায়। বিচারকদের জন্য প্রয়োজনীয় সংখ্যক এজলাস না থাকায় একই এজলাসে একাধিক আদালত বসে। ভবন নির্মাণ জরুরি হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ সরকার ভবন নির্মাণ করেনি।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাংগঠনিক সম্পাদক শহীদ-উন-নবী সালাম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জেলা হওয়ার কারণেই উন্নয়নবঞ্চিত হয়েছে বগুড়া। অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই বিষয়গুলো বিবেচনা করবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>