ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৯ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬
নারায়ণগঞ্জ

কীটনাশক ব্যবহারে সর্বনাশ

রাসেল আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
রাসেল আহমেদ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
শেয়ার
কীটনাশক ব্যবহারে সর্বনাশ

নারায়ণগঞ্জের চার উপজেলায় সবজি ক্ষেতে ব্যাপক হারে কীটনাশক ব্যবহার বাড়ছে। কীটনাশক বিক্রেতাদের দেওয়া তথ্য মতে, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় পাঁচ কোটি টাকার কীটনাশক বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এত বেশি কীটনাশক ব্যবহার হতে থাকায় পরিবেশের সঙ্গে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০১১-২০১২ সালের জরিপ অনুযায়ী, নারায়ণগঞ্জের চার উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ছিল ৫০ হাজার ৮৫৭ হেক্টর।

২০২৪-২৫ সালের জরিপে তা কমে হয়েছে ৩৬ হাজার ১৯০ হেক্টর। তবে আবাদি জমির পরিমাণ কমলেও বেড়েছে কীটনাশকের ব্যবহার।

কৃষকরা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও ও বন্দর উপজেলায় ব্যাপকহারে বেগুন, পটোল, চিচিঙ্গা, ঝিঙ্গে, লাউ, শীম, ফুলকপি, বাঁধাকপি, চালকুমড়া, করলা, বরবটি, ডাঁটাশাক, লালশাক প্রভৃতি সবজির আবাদ হচ্ছে। এসব সবজিতে এডমায়ার, ভিতত্তিকা, এমাজিন, শেকল, ডায়াভিট মের্টাল, ডায়োজিন, ডেসিস, কারটাপসহ মানবদেহের মারাত্মক ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসগুলো সূত্রে জানা গেছে, চার উপজেলায় ২৪৮টি কীটনাশক দোকান রয়েছে। গত বছর এরা প্রায় তিন কোটি টাকার ব্যবসা করেছে। তখন আবাদি জমির পরিমাণও বেশি ছিল। এখন জমির পরিমাণ কমলেও বেড়েছে দোকান এবং কীটনাশক ব্যবহারের পরিমাণ।

কীটনাশক দোকানগুলো প্রয়োজনে-অপ্রোয়জনে কৃষকদের কীটনাশক ব্যবহারে উদ্বুদ্ধ করে। এ ক্ষেত্রে কৃষি বিভাগের গাফিলতি আছে বলে মনে করছেন অনেকে।

নারায়ণগঞ্জের চার উপজেলার প্রায় ৪১ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বস্তুত কতটুকু জমিতে কী পরিমাণ সার ও কীটনাশক ব্যবহার করতে হয় এবং ব্যবহারের কত দিন পর ফসল উত্তোলন করতে হয়, এসব বিষয়ে বেশির ভাগ কৃষকের কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। রূপগঞ্জের বাগবাড়ী এলাকার কৃষক ধলু মিয়া বলেন, আমি সবজি লাগাই ২০ বছর ধইরা। কোনো দিন কোনো অফিসার আইয়া খোঁজখবর লয় নাই।

নিজে যেমুন  বুঝি তেমুন সার, ওষুধ দিই ক্ষেতে।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রনি বলেন, রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারে মারাত্মক ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের কারণে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে পড়ে। ব্রংকাইটিসসহ শ্বাসযন্ত্রে নানা জটিলতা দেখা দেয়। অনেকেই কিডনি ও লিভারের রোগে আক্রান্ত হয়। এমনকি গর্ভবতী মায়েরা ত্রুটিযুক্ত বা অসুস্থ সন্তান জন্ম দেন।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, এসব কীটনাশক ব্যবহারের কমপক্ষে এক সপ্তাহ পর সবজি গ্রহণ করতে হবে, যা কৃষকরা মানছেন না।

নারায়ণগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম বলেন, বিভিন্ন প্রশিক্ষণে কৃষকদের সার ও কীটনাশক ব্যবহারের নিয়ম-কানুন বলা হয়। কিন্তু তাঁরা যদি না মানেন তাহলে তো কিছু করার নেই। তাঁরা বেশি ফলনের আশায় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন লিটন হাওলাদার, হোসেন মাতবর, কাশেম বেপারী, মোস্তফা, মো. হেলাল, মো. কাউছার, ইসারুল্লা, মুর্তজা মাহি ও জয়নাল।

স্থানীয় বিএনপির তিন নেতা জানান, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল বাছেদ হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদারের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মিজানুর রহমান সরদার বলেন, হাওলাদার পরিবার (বিএনপি নেতা বাছেদ হাওলাদার) আওয়ামী লীগের সময়ও সুবিধা নিত, এখন বিএনপির সময়ও সুবিধা নিচ্ছে, ফেসবুকে এ ধরনের একটি পোস্টকে কেন্দ্র করে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। এ বিষয়ে বিএনপি নেতা আবুল বাছেদ হাওলাদারের বক্তব্য জানা যায়নি।

 

মন্তব্য

মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেপ্তার ১

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
শেয়ার
মেছো বিড়াল হত্যার দায়ে গ্রেপ্তার ১

দামুড়হুদায় বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল হত্যার অভিযোগে তিনজনের নামে বন বিভাগ গতকাল শনিবার দর্শনা থানায় মামলা করেছে। পরে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আলমগীর উপজেলার ধান্যঘরা গ্রামের বটতলা পাড়ার মৃত সহিদুল ইসলামের ছেলে। অন্য দুজন মিন্টু ও সাইফুল ইসলাম পালাতক।

কুড়ালগাছি ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, ধান্যঘরা গ্রামে আলমগীর ফকিরের বাড়ির সঙ্গে একটি ধানক্ষেত আছে। শুক্রবার দুপুরে তিনি টেঁটা নিয়ে ধানক্ষেতে মেছো বিড়ালটি দেখে টেঁটাবিদ্ধ করে রাস্তার ওপর নিয়ে আসে। দীর্ঘ সময় টেঁটাবিদ্ধ থাকায় বিড়ালটি মারা যায়।

 

মন্তব্য

অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

জাহাজে চুরির প্রস্তুতির সময় শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদী থেকে কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়েছে। আটকৃতরা হলেন মো. জনি, মো. আলিরাজ, স্বপন মুন্সি, মো. আজিম ও মো. মেজবাহ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশে মোংলা থেকে সুমন বাহিনীর পাঁচ সদস্য হারবারিয়ার উদ্দেশে যাচ্ছে এমনখবর পেয়ে কোস্ট গার্ডের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোট তল্লাশি করে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়।

মন্তব্য

চাচা-ভাতিজা হত্যায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ ও রায়গঞ্জ প্রতিনিধি
শেয়ার
চাচা-ভাতিজা হত্যায় তিনজন গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় চাচা-ভাতিজাকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের রবিউল ইসলাম (২৫), আবু হানিফ (২৪) ও আব্দুর ফেরদৌস সেখ (১৮)। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার সকালে বৈকুণ্ঠপুর গ্রাম থেকে চাচা-ভাতিজা হত্যায় জড়িত থাকার অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রাতে তাঁদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এরপর রাতেই সিরাজগঞ্জ ডিবি পুলিশ তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান জানান। প্রসঙ্গত, ১৬ মার্চ রাতে নির্মাণশ্রমিক রিয়াজ উদ্দিন সেখ ও হৃদয় সেখ (১৮) নিখোঁজ হন। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
২০ মার্চ একটি সেতুর নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ