‘মোর অইছে কষ্টের জীবন, ঝড়-বইন্যা মানি না, দুইডা ভাত খাওনের লাইগ্যা গাঙ্গে যাই। মাছ না পাইলে মাইয়াডারে লইয়া উপাস থাহি।’ চোখের পানি মুছতে মুছতে কথাগুলো বলছিলেন বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের জেলেপল্লীর একমাত্র নারী জেলে মীম আক্তার (২৪)। পেশায় জেলে হলেও এখনো পাননি জেলে কার্ড।
আমতলীর একমাত্র নারী জেলে মীম
‘মাছ না পাইলে উপাস থাহি’
হায়াতুজ্জামান মিরাজ, আমতলী (বরগুনা)

জানা গেছে, মীম আক্তারের বাবা জলিল মোল্লাও ছিলেন জেলে। ২০১৮ সালে মীমের বিয়ে হয় আমড়াগাছিয়া গ্রামের রুবেল হাওলাদারের সঙ্গে। বিয়ের এক বছরের মাথায় জন্ম হয় মেয়ে ইয়ানুরের (৫)।
গত রবিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, নদীর কিনারে বাঁধা ছোট নৌকা, তাতে অল্প কিছু জাল, জাল ধরার ছোট ছোট লাঠি, জাল ভাসানোর শোলা। ছোট্ট নৌকায় মেয়ে ইয়ানুরকে বসিয়ে গুনগুনিয়ে গান ধরে মাঝনদীতে জাল ফেলতে যাচ্ছেন মীম। মাছ ধরে ঘাটে ফিরে আসে নৌকা।
মীম আরো বলেন, ‘মুই নারী জাইল্যা অইয়াও এহন পর্যন্ত কোনো জাইল্যা কার্ড পাই নাই। জাইল্যা কার্ড না পাওয়ায় মুই সরকারি কোনো সুযোগ-সুবিধা পাই না। যহন খালে মাছ ধরা বন্ধ থাহে, তহন হক্কোল জাইল্যা চাউল পায় আবার অনেকে জাল, নৌকা, গরু পায়। মোর কার্ড না থাহায় মুই কিছুই পাই না। মুই আর কিছু চাই না, মুই খালি মোর নামডা জাইল্যা খাতায় উডাইতে চাই।’
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস বলেন, ‘কী কারণে মীম আক্তারের নাম জেলে তালিকায় নেই, বিষয়টি আমার জানা নেই। তবে আমরা খুব দ্রুত নতুন করে জেলে নিবন্ধনের কাজ শুরু করব, তখন মীমের বিষয়টি দেখা হবে।’
সম্পর্কিত খবর

‘প্রত্নকথা’ ভ্রমণবইয়ের মোড়ক উন্মোচন
মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রত্ননগরী খ্যাত মুন্সীগঞ্জের ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখা, জেলার পর্যটনকে সমৃদ্ধ করা ও আগামীর প্রজন্মের কাছে এগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে ঐতিহ্য সমৃদ্ধ সচিত্র ভ্রমণবই ‘প্রত্নকথা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ‘প্রত্নকথা’র মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ভ্রমণবইটি প্রকশানার বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে এ ধরনের একটি ভ্রমণবই প্রকাশ করতে পেরেছি এবং আজকে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটির মোড়ক উন্মোচন করতে পেরেছি।’
।

নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের দাবি
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

‘নকল নয়, মেধা হোক মূল শক্তি’ প্রতিপাদ্য স্লোগান নিয়ে এসএসসি পরীক্ষা সামনে রেখে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক। গতকাল সোমবার সকাল ১০টায় চরফ্যাশন সরকারি কলেজ, সরকারি টিবি স্কুলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি পেশ করে। শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কোচিং ও প্রাইভেট নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে নকলের মহোৎসব চলে।

কাঙ্ক্ষিত বৃষ্টিতে স্বস্তি মিলেছে চাঁপাইয়ে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে নতুন মৌসুম। বেড়ে উঠছে গুঁটি। গাছ পরিচর্যা চলছে জোরেশোরে। এদিকে ইরি-বোরো ধানও মাঠে বেড়ে উঠছে।

সংক্ষিপ্ত
চাকরিচ্যুতিকে কেন্দ্র করে শ্রমিকদের সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাকরিচ্যুতিকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ‘এক্সেল শিওর শুজ’ নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সিইপিজেডের প্রবেশপথের অদূরে বিমানবন্দর অভিমুখী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে দুপুর ১২টার দিকে তাঁদের সড়ক থেকে তুলে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির ৪০ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়।