বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদকসহ ১০ জন আহত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ছাত্রদল নেতা নাফিজের পিতা মো. বুলবুল আহাম্মেদ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, শনিবার রাতে আস্কর বাজারে বাগধা ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক নাফিজ আহম্মেদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য সুধাংশু অধিকারী (২২), নয়ন বিশ্বাস ২৬), পাপন বিশ্বাস (২৩)সহ ৩০-৪০ জনের যুবলীগ ও ছাত্রলীগের একটি দল।