ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬
রাঙ্গাবালীতে মান্তা সম্প্রদায়

‘গরিব গো আবার কিয়ের ঈদ!’

এম সোহেল, রাঙ্গাবালী (পটুয়াখালী)
এম সোহেল, রাঙ্গাবালী (পটুয়াখালী)
শেয়ার
‘গরিব গো আবার কিয়ের ঈদ!’
ঈদ সামনে রেখে রাঙ্গাবালীর মান্তা-পল্লীর বেশির ভাগ পরিবারের মুখে নেই হাসি

নদীর কিনারে সারি সারি নৌকা, এরই একটির গলুইতে বসে আছেন ঝুমুর বেগম। ছোট্ট শিশু মুন্নি নায়ের নৌকার বৈঠায় হাত রেখে আনমনা তাকিয়ে রয়েছে। চোখের সামনে শান্ত নদী। কিন্তু বুকের ভেতর তোলপাড় করে কষ্ট।

ঝলমলে আকাশে খাঁ খাঁ রৌদ্দুর। বাজারে ঈদের আমেজ। কিন্তু তাদের ভাসমান এই জীবনে সেই আমেজের ছিটেফোঁটাও নেই।

গাঙে মাছ নাই, হাতে টাহা (টাকা) নাই।

গরিব গো আবার কিয়ের (কিসের) ঈদ’—এমন কথাই আক্ষেপের সুরে বেরিয়ে এলো ঝুমুর বেগমের মুখ থেকে। তাঁর স্বামী শহীদ হাওলাদার চুপচাপ নৌকার ছইয়ে শুয়ে আছেন। নদীতে মাছ ধরে সংসার চলত, এখন নদী যেন অভিমান করে মুখ ফিরিয়ে নিয়েছে। নদীতে তেমন মাছ নেই, যাও পাওয়া যায়, তা দিয়ে কোনোমতে সংসার চলাই দায়।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নঘেঁষা বুড়াগৌরাঙ্গ নদীতীরে মান্তা পল্লীতে বাস করেন ঝুমুর-শহীদ দম্পতি। ঝুমুর বেগমের পাশের নৌকাটি সোহেল ভূঁইয়ার। তাঁর নৌকায় তাকাতেই আরেক দৃশ্য। ছোট্ট মেয়ে জমেলা নৌকার সামনেই বসা। তীরের শিশুদের দিকে তাকিয়ে আছে।

আরেক বোন মিমিলা নৌকার পেছনের দিকে বসা। নৌকার কাছে যেতেই সোহেল বললেন, নদীতে মাছ নাই। অনেক কষ্টে ধারদেনা করে বাচ্চার পোশাক কিনছি। নিজেরা অহনও (এখনো) লই নাই। বাজারে গেছিলাম দুইজনার কাপড় কিনতে, দাম কইল দুই হাজার টাকার বেশি। এত টাকা কই পাব? হতাশ কণ্ঠে বলেন তিনি।

এই হতাশার গল্প শুধু এই দুই পরিবারেরই নয়। ঈদ সামনে রেখে মান্তা পল্লীর বেশির ভাগ পরিবারের উৎসবের গল্পে এমন করুণ সুর বাজছে। মান্তা সম্প্রদায়ের লোকজনের ভাষ্যমতেগাঙে (নদীতে) তেমন মাছ নেই, ঈদের আনন্দ নেই। ঈদ মানেই তাদের কাছে শুধুই বিলাসিতা। নদীই মান্তা সম্প্রদায়ের জীবন। কিন্তু এবার ঈদের আগে সেই নদীর বুকে নৌকাগুলোতে কেবল হতাশা আর দারিদ্র্যের ছাপ।

ঝুমুর বেগমের মতো মায়েরা সন্তানদের নতুন জামা দিতে পারেননি, পুরনো কাপড় ধুয়ে ঈদের দিন কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। সোহেল মাঝির মতো বাবারা ঈদের বাজারে গিয়ে সন্তানের জন্য কিছু কিনলেও নিজেদের জন্য কিনতে পারেননি। সন্তানের মুখের দিকে তাকিয়ে ফিরে এসেছেন শূন্য হাতে। শহীদ হাওলাদারের মতো জেলেরা কাজ হারিয়ে নৌকার ছইয়ে শুয়ে থাকেন। দিন পার করেন দুশ্চিন্তায়। গ্রামে ঈদের বাজার জমজমাট। কিন্তু মান্তা পল্লীতে নেই কোনো খুশির ঝলকানি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, সরকার ও প্রশাসন তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে। মান্তা পল্লীর জেলেদের জন্য বিশেষ সহায়তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করব।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বগুড়ার দুই স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
বগুড়ার দুই স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী

বগুড়া জিলা স্কুলে রজত জয়ন্তী মিলনমেলায় একত্র হয়েছেন বিদ্যালয়ের ২০০০ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো গাবতলী উপজেলাধীন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী নানা ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নেন জিলা স্কুল এবং পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

শিক্ষার প্রাঙ্গণে স্মৃতির দেখা, প্রজন্মে প্রজন্মে বন্ধনের রেখা এই স্লোগান সামনে রেখে আয়োজিত পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেলের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুমন।

অন্যদিকে বগুড়া জিলা স্কুল ২০০০ ব্যাচ শিকড় ২০০০ রজত জয়ন্তী উৎসবে ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডেইলি সানের অ্যাডমিন অ্যান্ড এইচআর আতিক মাহমুদ শরীফ, অগ্রণী ব্যাংক ডিজিএম শাখায় কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্যরা।

মন্তব্য

এয়ার কম্প্রেসর বিস্ফোরণে নিহত ১

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
এয়ার কম্প্রেসর বিস্ফোরণে নিহত ১

কুমিল্লার বুড়িচংয়ে হাওয়া দেওয়ার এয়ার কম্প্রেসর মেশিন বিস্ফোরণে মো. জামসেদ আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত ও দুই চালক আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আগানগর এলাকার একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল দুপুরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের পাশে উপজেলার আগানগর এলাকায় মো. জামসেদ আলমের গ্যারেজ দোকানে হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে দোকানটি লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে দোকানের মালিক জামসেদ আলম ঘটনাস্থলেই নিহত হন।

গুরুতর আহত হন বুড়িচং নোয়াপাড়ার মো.শাহ আলম (৪০) ও খাড়াতাইয়া গাজীপুর এলাকার মো. মহসিন (৩৮)। বুড়িচং থানার ওসি আজিজুল হক বলেন, এ ঘটনায় একজন মারা গেছেন। দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য

বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার

কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
শেয়ার
বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার

যশোরের কেশবপুরে বিলুপ্তপ্রায় স্ট্রিজিডি প্রজাতির একটি প্যাঁচা উদ্ধার করা হয়েছে। উপজেলার হাসানপুর ইউনিয়নের কাকিলাখালী গ্রামের কলেজছাত্র সৌম্য দাস স্থানীয় একটি বাগান থেকে আহতাবস্থায় ওই প্যাঁচাটি উদ্ধার করেন। গতকাল বুধবার দুপুরে তিনি আহত প্যাঁচাটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে নিয়ে আসেন। প্যাঁচাটি পা ও চোখে আঘাতপ্রাপ্ত হয়ে বাগানে ভেতর পড়ে ছিল।

সৌম্য দাস (১৯) বলেন, গ্রামের একটি বাঁশবাগানে আহতাবস্থায় প্যাঁচাটি পড়ে ছিল। বাগান থেকে উদ্ধার করে প্যাঁচাটিকে সুস্থ করতে প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকারের কাছে নিয়ে আসি। তিনি তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়াসহ ওষুধ দিয়েছেন। পাখিটি সুস্থ হলে আবার বাগানে ছেড়ে দেওয়া হবে।

 

মন্তব্য

লক্ষ্মীপুরে ছয় বছরের শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
লক্ষ্মীপুরে ছয় বছরের শিশু গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তার নিয়ে গৃহকর্তা অহিদকে লক্ষ্য করে গুলি করলে গুলি আবিদা সুলতানা (৬) নামের তাঁর ভাতিজির পেটে বিদ্ধ হয়। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাছারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সন্ত্রাসী ইউছুফ ও অনুসারীরা গৃহকর্তা অহিদকে বাড়ি থেকে চলে যেতে বলে।

এরপর না গেলে অহিদের বাড়িতে হামলা, ভাঙচুর চালায়। এ সময় অহিদের মেয়ের সঙ্গে ভাতিজি আবিদা খেলছিল। সন্ত্রাসীরা অহিদকে লক্ষ্য করে গুলি চালালে গুলি ভাতিজির পেটে লাগে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ