বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে শহীদদের বাড়িতে ঈদে আনন্দ নেই। ঈদে প্রতিটি পরিবারে বয়ে যায় আনন্দের বন্যা। সবাই ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। কিন্তু ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে শহীদদের বাড়িতে নেই ঈদের খুশি।
রংপুর
জুলাই শহীদদের পরিবারে ঈদ যেন বেদনায় আচ্ছন্ন
রংপুর অফিস

জুলাই শহীদ পরিবারের জন্য যেন বেদনায় ভরা ঈদ। গত বছরের ঈদে যাদের উপস্থিতি আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ, এবার সেই প্রিয় মুখগুলো মা-বাবার সামনে নেই।
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘পুলিশের গুলি আমার পরিবারের সব স্বপ্ন শেষ করে দিয়েছে। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে শহীদ হন আবু সাঈদ।
তিনি বলেন, ‘প্রতিবছর সাঈদসহ পরিবারের অন্য ছেলেদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ পড়তে যেতাম। ঈদের পর পাঁচ-সাত দিন আনন্দ করত ছেলে। আজ বাড়িতে সবাই আছে, শুধু আবু সাঈদ নাই।
আবু সাঈদের ভাই রমজান আলী বলেন, ‘এবারের ঈদে বাড়িতে কোনো আনন্দ নেই। বাড়িটা শূন্য শূন্য লাগছে। আমরা আবু সাঈদের অভাব অনুভব করছি। ভাই নেই, তাকে ছাড়া ঈদের আনন্দ নেই।’
শহীদ মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা আকতার বলেন, ‘পরিবারের মুখে হাসি ফোটানো মানুষটিই চলে গেছেন। আবার ঈদ আনন্দ—বলেই চোখের পানি ছাড়া কিছু নেই। গত বছরের ১৯ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন মিলন।’
শহীদ মানিকের মা নুরজাহান বেগম বলেন, ‘ঈদের নতুন শাড়ি নিয়ে এসেই মা বলে ডাকত, এবার কেউ ডাকেনি। ঈদের কয়েক দিন হয়ে গেলেও আমার ছেলের জন্য মন কাঁদে। বাড়িতে ঢুকেই মা বলে ডাকত। এবার মানিক আমার মা বলে ডাকল না, কেউ আর মা বলে এত আদর করে ডাকবে না।’ চোখের পানি মুছতে মুছতে কথাগুলো বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ অটোচালক মানিকের মা।
শহীদ সাজ্জাদ হোসেনের মা ময়না বেগম বলেন, ‘ঈদ এলেই মা ও স্ত্রী-সন্তানসহ আত্মীয়-স্বজনের জন্য নতুন জামাকাপড় কিনে আনতেন সাজ্জাদ হোসেন। সন্তানের কাছ থেকে ঈদের জন্য নতুন শাড়ি পেয়ে খুবই আনন্দ লাগত। এবার ওইভাবে কেউ আর খোঁজ নেয়নি।’
শহীদ মেরাজুল ইসলাম মেরাজের স্ত্রী বলেন, ‘পিতৃহারা দুই সন্তান বাবার সঙ্গে ঈদের নামাজ আর পড়তে পারেনি। পরিবারে ঈদের কোনো আনন্দ নেই।’
শহীদ আব্দুল্লাহ আল তাহিরের মা বলেন, ‘ঈদ তো কল্পনায়ই নাই। চার-পাঁচ দিন ধরে ছেলের কথা বেশি মনে পড়ছে। ছেলে তাহিরের কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কষ্টের সংসারে ছেলেকে নিয়ে কত স্বপ্ন ছিল। ছেলে পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হবে। পরিবারের কষ্ট দূর করবে। সব স্বপ্নই চুরমার হয়ে গেছে পুলিশের এক গুলিতেই।’ গত বছরের ১৯ জুলাই রংপুর নগরীর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে শহীদ হন তাহির।
শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান কলি বলেন, সাংবাদিক প্রিয় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ হন। প্রিয়র মা যখন কথা বলছেন তখন শহীদ প্রিয়র মেয়ে চেয়ার থেকে উঠে বাবার (প্রিয়র) ছবি নামিয়ে বাবা বাবা বলে আদর করে। চুমো দেয়। এ সময় বলতে থাকে ‘বাবা তুমি কখন আসবে।’
সম্পর্কিত খবর

আশুলিয়ায় বজ্রপাতে নারী পোশাক শ্রমিকের মৃত্যু
সাভার (ঢাকা) সংবাদদাতা

সাভারের আশুলিয়ায় বজ্রপাতে বিথি আক্তার (৩২) নামের এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিথি আক্তার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামের রাসেল হোসেনের স্ত্রী। তিনি আশুলিয়ায় স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের ডাসারে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। গতকাল রবিবার সকাল ১১টার দিকে ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় থেকে সনমান্দি পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় এই অভিযান চালায় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ-উল-আরেফীন। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের ‘বরিশাল খালের’ কোল ঘেঁষে গড়ে ওঠে অবৈধ স্থাপনা। পরে সেখানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছে অসাধুচক্র।

২০০ বছরের কালীমন্দির ফের উদ্বোধন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে প্রায় ২০০ বছরের পুরনো শ্রীশ্রী জয় কালীমাতা ও শ্রী শরৎ কালীমন্দিরের সংস্কার শেষে ফের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার রাত ১০টায় মান্দা উপজেলার ঠাকুর মান্দার জমিদার অমিত রায়ের উত্তরসূরি অশোক রায় বাপ্পি এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জমিদার পরিবারের আরেক উত্তরসূরি দেবাশীষ রায়, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেনসহ জমিদার পরিবারের সব সদস্য। উদ্বোধনকালে অশোক রায় বাপ্পি বলেন, ‘এই শ্রীশ্রী জয় কালীমাতা ও শ্রী শরৎ কালীমন্দিরটি ১৮৫৫ সালে আমাদের পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছিল প্রায় ২০০ বছর আগে।

মুঠোফোন নিয়ে বকাঝকা, কিশোরীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরের শেখঘাট এলাকা থেকে লাবিবা তানহা (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে শেখঘাট সরকারি কলোনির বিপরীতের একটি বাসার গলি থেকে টেলিফোনের তারে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। লাবিবা শেখঘাট এলাকার মৃত মুজিবুর রহমানের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে লাবিবাকে বকা দেন তার মা।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে লাবিবার মা তাকে বকাঝকা করেছিলেন।