<h3><span style="color:#e74c3c;"><strong>রোজায় দেশের বাইরে শো করছি না। আগামী ১৯ এপ্রিল চারটি দেশে যাব শো করতে। জার্মানি, ফ্রান্স. সুইজারল্যান্ড ও পর্তুগালে থাকব ১০ দিন। এই ১০ দিনে চার দেশে চারটি শো করব। দেশে ফিরব ৩০ এপ্রিল। </strong></span></h3> <p><strong>এর আগে দক্ষিণ ভারতের ‘এনগেজমেন্ট’ ছবিতে প্লেব্যাক করেছিলেন। শোনা যাচ্ছে, বলিউডের ছবিতেও নাকি গেয়েছেন?</strong><br /> এই মুহূর্তে অফিশিয়ালি ছবিটি সম্পর্কে কিছু বলতে পারব না আসলে। নিষেধ আছে প্রযোজনা প্রতিষ্ঠানের। বলিউডের গানটির সুর ও সংগীত করেছেন রজত ঘোষ। দক্ষিণ ভারতের ‘এনগেজমেন্ট’ ছবির গানটিও তাঁর করা। হিন্দি গানটি গেয়ে পাঠিয়ে দিয়েছি, চূড়ান্ত হলে জানাব। রজতের সঙ্গে অনেক আগে থেকেই আমার যোগাযোগ। কিছুদিন আগে প্রকাশিত হওয়া আমার আর হাবিব ওয়াহিদ ভাইয়ের ‘বোকা মন’ গানটাও রজতের লেখা। তিনি কলকাতার ছেলে হলেও থাকেন মুম্বাইয়ে। তাঁর মাধ্যমেই আসলে গানগুলো করার সুযোগ পাচ্ছি।</p> <p> </p> <p><strong>ভালোবাসা দিবসে হাবিব ওয়াহিদের সঙ্গে ‘বোকা মন’ প্রকাশের পর কেমন সাড়া পেলেন?</strong><br /> আমরা যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি। এরই মধ্যে ইউটিউবে গানটি ২৩ লাখেরও বেশিবার দেখা হয়েছে। ছয় হাজারের বেশি শ্রোতার মন্তব্য, বেশির ভাগই পজিটিভ। কোলাবরেশন করে গান করার আগ্রহটা আরো বেড়ে গেল। যদিও আমি সব সময় চেয়েছি অন্যদের সঙ্গে বেশি বেশি কাজ করতে।</p> <p> </p> <p><strong>প্রতি ঈদে আপনার মিউজিক ভিডিও প্রকাশিত হয়। এবারও কি আসছে?</strong><br /> আজ [রবিবার] সন্ধ্যায় কম্পানির সঙ্গে বৈঠক আছে। সেটি শেষ হওয়ার পর বলতে পারব গানটি দ্বৈত না আমার একক কণ্ঠে হবে। তবে মিউজিক ভিডিও আসবে এটা চূড়ান্ত। সেই সঙ্গে চমকও থাকবে।</p> <p> </p> <p><strong>ঈদের নাটক-ছবিতে কত গান করেছেন? </strong><br /> বেশ কয়েকটি ছবিতে গাওয়ার পাশাপাশি সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছি। তা ছাড়া ঈদের বেশ কয়েকটি নাটকের গানেও কণ্ঠ দিয়েছি। এখন তো কিছু কিছু নাটকের গান সিনেমার গানকেও হার মানায়। নাটক-সিনেমা ও মিউজিক ভিডিও মিলে ঈদে এবারও ১০-১২টি গান প্রকাশিত হবে আমার।</p> <p> </p> <p><strong>দেশের বাইরে আবার কবে শো করতে যাবেন?</strong><br /> রোজায় দেশের বাইরে শো করছি না। আগামী ১৯ এপ্রিল চারটি দেশে যাব শো করতে। জার্মানি, ফ্রান্স. সুইজারল্যান্ড ও পর্তুগালে থাকব ১০ দিন। এই ১০ দিনে চার দেশে চারটি শো করব। দেশে ফিরব ৩০ এপ্রিল।</p> <p> </p> <p><strong>দিলশাদ নাহার কনা ও সোমনুর মনির কোনালের সঙ্গে আপনার জুটিটা বেশ জনপ্রিয়। অন্যদের সঙ্গে এটা গড়ে উঠছে না কেন?</strong><br /> আমি তো সবার সঙ্গেই গান করছি। নতুনদের মধ্যে আতিয়া আনিসা থেকে শুরু করে অনেকের সঙ্গে আমার গান হিট আছে। তবে হ্যাঁ, কনা আপু ও কোনালের সঙ্গে নির্মাতারা আমাকে ভাবেন বেশি। এই দুজনের সঙ্গে গান হয়েছে অনেক, শ্রোতারা সেই গানগুলো গ্রহণও করেছেন।</p> <p> </p> <p><strong>একটা সময় ছিল, শাকিব খানের ছবি মানেই ইমরানের গান। ‘প্রিয়তমা’ ছিল ব্যতিক্রম। ‘রাজকুমার’-এও কি গান নেই আপনার?</strong><br /> এখন পর্যন্ত আমি গাইনি ছবিটিতে। ছবির ক্ষেত্রে অনেক সময় মুক্তির আগের দিনও গানে কণ্ঠ দিতে হয়। কারণ সময় না থাকলে ডেমো ভয়েসেই নির্মাতারা শুটিং করেন। পরে ভয়েস পরিবর্তন করে মূল শিল্পীকে দিয়ে গাওয়ানো হয়।</p> <p> </p> <p> </p>