<p><strong>অবশেষে নতুন ছবি</strong></p> <p>মাঝখানে বেশ দুঃসময় পার করেছেন। গুলশানে রেস্তোরাঁর ব্যবসা দিতে গিয়ে সম্মুখীন হয়েছেন মামলা-মোকদ্দমার। তখন জানিয়েছিলেন, সব কিছু স্বাভাবিক না হলে নতুন ছবি হাতে নেবেন না। অবশেষে দুঃসময় কাটিয়ে নতুন ছবি হাতে নিয়েছেন। এ কে নিলয়ের ‘বউ’ ছবিতে ডি এ তায়েবের সঙ্গে অভিনয় করবেন তিনি। এরই মধ্যে এফডিসিতে হয়েছে মহরত। আগামী সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। ববি বলেন, ‘মাথায় দুশ্চিন্তা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো যায় না। আমি মিডিয়ার মানুষ। সহজ-সরল জীবন যাপন করে অভ্যস্ত। এর মধ্যে মামলা-মোকদ্দমায় জড়িয়ে অনেকটা ক্ষতি হয়ে গেল। যা হোক, জীবন মানেই শিক্ষা অর্জন। আমি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এটা ভবিষ্যতে কাজে দেবে।’</p> <p>নতুন ছবিটি নিয়ে ববি বলেন, ‘গল্পের কেন্দ্রীয় চরিত্র আমি। এক দুর্ঘটনায় আমার স্বামী মারা যায়। এরপর শুরু হয় সংগ্রামী জীবন। একের পর এক বিপদের সম্মুখীন হই। কোনো রকমে সেগুলো কাটিয়ে উঠি। এভাবেই গল্প এগিয়ে যায়।’</p> <p> </p> <p><strong>নারীপ্রধান চলচ্চিত্রে বেশি</strong></p> <p>ববির বেশির ভাগই নারীপ্রধান গল্পের ছবি— ‘বিজলী’, ‘ময়ূরাক্ষী’, ‘রক্তমুখী নীলা’, ‘ভাগীরথী’ বা সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া ‘বউ’। শুরুটা করেছিলেন ২০১৩ সালে ‘অ্যাকশন জেসমিন’ দিয়ে। ববি বলেন, ‘আমাদের দেশে শাবানা ম্যাডামের পর শাবনূর আপুকে নিয়ে নারীপ্রধান গল্পের ছবি নির্মিত হয়েছে। আমি চেয়েছিলাম এই ধরনের গল্পে নিজেকে তুলে ধরতে। অবশেষে সফল হয়েছি বলে মনে হচ্ছে। এখন যে ছবিগুলোতে অভিনয়ের প্রস্তাব আসছে তার বেশির ভাগই নারীকেন্দ্রিক। নির্মাতারা ভরসা পেয়েছেন বলেই হয়তো এই ধরনের গল্পে আমার কথা ভাবছেন। এই সপ্তাহে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে। আগেই বলে রাখি, সেটিও কিন্তু নারীপ্রধান গল্পের।’</p> <p> </p> <p><strong>অতীত থেকে শিক্ষা</strong></p> <p>এ বছরটা ববির জন্য খুব একটা লাকি ছিল না। বছরের শুরুতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। বোনদের সঙ্গে ছিলেন দুই মাস। এরপর দেশে ফেরেন। রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ ছবিটা নিয়ে দারুণ আশাবাদী ছিলেন তিনি। ঈদুল আজহায় মুক্তি পায় ছবিটি। কিন্তু সেভাবে দর্শক টানতে পারেনি। পলাশ যেভাবে ববিকে গল্প শুনিয়েছিলেন হলে গিয়ে ববি দেখেন গল্পটা সেভাবে নেই। স্বাভাবিকভাবেই মন খারাপ হয় তার। মিডিয়ায় পলাশের বিরুদ্ধে অভিযোগও তোলেন। অবশ্য ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ববি বলেন, “একজন অভিনেতা বা অভিনেত্রীর ক্যারিয়ার গড়তে অনেক কাঠখড় পোড়াতে হয়। আমি চাইলে তো প্রতি সপ্তাহে একটা করে নতুন ছবি সাইন করতে পারি, কিন্তু সেটা না করে ভালো গল্পের জন্য বসে থাকি। মনের মতো গল্প হলেই কাজ করি। অথচ নির্মাতা এক ধরনের গল্প শুনিয়ে যদি আরেক ধরনের ছবি নির্মাণ করেন তাহলে কেমন লাগে বলেন? আমি ‘ময়ূরাক্ষী’ থেকে শিক্ষা নিয়েছি। এখন নির্মাতাদের সঙ্গে কাজ করার আগে শর্ত দেব, গল্প যেভাবে শোনাবেন সেভাবে শুট না করলে আমি আইনানুগ ব্যবস্থা নিতে পারব। তারা বাধা দিতে পারবেন না।”</p> <p> </p> <p><strong>ব্যবসা নিয়ে ভাবছেন না</strong></p> <p>অভিনয়ের পাশাপাশি রেস্তোরাঁর ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। তবে শুরুতেই হোঁচট খেতে হয়েছে। আদালত পর্যন্ত যেতে হয়েছে ববিকে। আর তাই এই ব্যবসায় আপাতত এগোতে চান না। বলেন, ‘আমি মনে হয় ব্যবসা করতে পারব না। কারণ এখানে ভালো মানুষের জায়গা নেই। ব্যবসা করতে হলে গুণ্ডামি করতে জানতে হবে, মামলাবাজ হতে হবে। আমার দ্বারা সেটা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, আবার অভিনয়েই নিয়মিত হব।’</p> <p> </p> <p><strong>ওটিটি নিয়ে ভাবনা</strong></p> <p>চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীরা ওটিটিতে খুব একটা ডাক পান না বলে মনে করেন ববি। এটা নিয়ে এর আগে অভিনেতা মামনুন ইমনও অভিযোগ করেছিলেন। একই অভিযোগ ববির মুখেও। দুই বছর আগে চয়নিকা চৌধুরীর ‘সুরভী’ দিয়ে বঙ্গর প্ল্যাটফরমে অভিষেক ঘটে তার। এরপর আর কোনো কাজে দেখা যায়নি তাকে। কারণটা অজানা থাকলেও ববি বিশ্বাস করেন, শিগগিরই ডাক পাবেন ওটিটির বড় বড় পরিচালকদের কাছ থেকে। তিনি বলেন, ‘চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীদের হয়তো প্রস্তাব দিতে চান না এই মাধ্যমের নির্মাতারা। হয়তো তারা মনে করেন, আমাদের পারিশ্রমিক আকাশচুম্বী, যেটা দেওয়া সম্ভব নয়। এটা কিন্তু ভুল! আমরা কনটেন্টের বাজেট অনুযায়ীই তো পারিশ্রমিক দাবি করি। কোনো কনটেন্টের বাজেট ৪০ লাখ টাকা হলে আমি একাই কি ১০ লাখ টাকা চেয়ে বসে থাকব! কখনোই নয়। আসলে আমাদের সঙ্গে ওটিটি নির্মাতাদের মধ্যে একটা অযথা দূরত্ব তৈরি হয়েছে। এটা ভাঙতে হবে।’</p> <p> </p> <p> </p>