<p><strong>ভালোবাসা আজকাল</strong></p> <p>অভিনয়ে শাকিব খান, মাহিয়া মাহি, মিশা সওদাগর। পরিচালক পি এ কাজল। সকাল ৯টা, এনটিভি।</p> <p>গল্পসূত্র : রানা আর তার মামা মিলে লোক ঠকিয়ে বেড়ায়। মামা-ভাগ্নে মিলে সুমি নামের এক ধনী মেয়ের সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে। সুমি সম্পর্কে সব তথ্যই তারা জানে, তবে চেহারায় চেনে না। এই সুযোগের সদ্ব্যবহার করে বাড়ি থেকে পালানো ধনীর দুলালি ডানা। সুমি সেজে রানার বাড়িতে এসে ওঠে।</p>