<p><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৮ আগস্ট প্রবীর মিত্রের জন্মদিন। গত বছরের এই দিনে নন্দিত এ অভিনেতার পরিবার আক্ষেপ করেছিল, সিনেমার মানুষেরা তাঁর খোঁজটুকুও নিতেন না। দীর্ঘ ১৬ বছর ধরে ছিলেন অসুস্থ। তবে গত কয়েক বছরে একেবারে নাজুক হয়ে পড়েছিলেন। নীরবে-নিভৃতে পরিবারের সঙ্গেই কেটেছে সময়। ঢালিউডে প্রবীর মিত্রের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল প্রয়াত এ টি এম শামসুজ্জামানের সঙ্গে। ইচ্ছা ছিল বন্ধুর সঙ্গে ফের দেখা করবেন, আড্ডা দেবেন। কিন্তু নিজের অসুস্থতা আর বন্ধুর মৃত্যুতে সে ইচ্ছাটা পূরণ হয়নি। কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, সে খবর প্রকাশ্যে এলেও সহকর্মীদের কেউ এগিয়ে আসেননি বলেও আক্ষেপ করেছেন অভিনেতার পুত্র মিঠুন। চিকিৎসার জন্য সরকারি সহযোগিতাও চেয়েছিলেন। তবে তার আগেই গতকাল রাতে তিনি পাড়ি জমালেন না-ফেরার দেশে।</span></span></span></span></span></p>