দীর্ঘদিনের গুঞ্জনকে অবশেষে সত্যতা দিচ্ছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব। সোমবার [২৪ ফেব্রুয়ারি] বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। এর আগে রবিবার হবে তাঁদের গায়েহলুদ। বিয়ের খবরটি মেহজাবীনও নিশ্চিত করছেন।
রবিবার গায়েহলুদ সোমবার বিয়ে
রংবেরং প্রতিবেদক

সম্পর্কিত খবর

ফের ক্যান্সারে আক্রান্ত আয়ুষ্মানপত্মী তাহিরা
রংবেরং ডেস্ক

২০১৮ সালে প্রথমবার স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী ও নির্মাতা তাহিরা কাশ্যপ। বেশ কয়েক বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। পরে সুস্থ হয়ে ওঠেন। সব ঠিকঠাক চলছিল।

চলচ্চিত্রে সরকারি অনুদান
আবেদনের সময় বাড়ল ১৫ দিন
রংবেরং প্রতিবেদক

২০২৪-২৫ অর্থবছরের সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমাদানের সময় ২২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এর আগে আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল ৭ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। ৬ এপ্রিল মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো হয়।
।

ভারত পেল প্রথম বাঙালি আইডল
রংবেরং ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নিমতায় জন্ম ও বেড়ে ওঠা। এখন তিনি ইন্ডিয়ান আইডল। রবিবার রাতে সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর ১৫তম সিজনের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছেন বাঙালি তরুণী মানসী ঘোষ। ট্রফির সঙ্গে জিতেছেন ২৫ লাখ রুপি ও নতুন গাড়ি।
এরই মধ্যে মানসীর কাছে এসেছে বেশ কিছু প্লেব্যাকের প্রস্তাব।
এবারের আয়োজনে প্রথম রানার আপ হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক প্রতিযোগী শুভজিৎ চক্রবর্তী। তৃতীয় হয়েছেন স্নেহা শঙ্কর। প্রতিযোগিতার মূল বিচারক ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও বাদশাহ।
উল্লেখ্য, মা-বাবার ইচ্ছায় গান শেখা শুরু মানসীর। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন। পেশাদার শিল্পী হয়ে ওঠেন মাত্র ১৬ বছর বয়সে। ২০২১ সালে তিনি সংগীতবিষয়ক রিয়েলিটি শো সুপার সিঙ্গারে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলেন মানসী।

পেছাল স্বাধীনতা কনসার্ট

১১ এপ্রিল দেশের চার বিভাগীয় শহরে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ‘স্বাধীনতা কনসার্ট’। এ নিয়ে সার্বিক প্রস্তুতিও সম্পন্ন। তবে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজনটি একদিন পেছানো হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি জানিয়েছেন কনসার্টের আয়োজক ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।