গত বছর থেকে ক্রমানুসারে নাটকের সংখ্যা কমে আসছে। ভালোবাসা দিবসেই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর হাতে জমা ছিল শতাধিক নাটক। তখন তারা জানিয়েছিল, রোজার ঈদেই নাটকগুলো মুক্তি দেবে। তবে ঈদের শেষ মুহূর্তে এসে জানা গেল, সেই আশায় গুড়ে বালি।
ভালোবাসা দিবসের মতো এবারও নাটক মুক্তি পাবে হাতে গোনা কয়েকটি। দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি এবার ঈদে মুক্তি দেবে মাত্র আটটি নাটক। অথচ এর আগে ঈদে তারা ১৬ থেকে ১৮টি করে নাটক মুক্তি দিত।
এবারের নাটকগুলো হলো এম ডি তৌফিকুল ইসলামের ‘বাজি’, অভিনয়ে মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল; ইমরাউল রাফাতের ‘প্রেম ভাই’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী; এ কে পরাগের ‘লাই-জু’, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান; রুবেল হাসানের ‘বউয়ের বিয়ে’, অভিনয়ে ইয়াশ রোহান ও তটিনী; প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল; ইমরোজ সোহানের ‘ব্রেকিং নিউজ’, অভিনয়ে তৌসিফ ও তটিনী; মহিদুল মহিমের ‘ফিরে দেখা’, অভিনয়ে জোভান ও তটিনী; হাসিব হোসেন রাখির ‘মন দিওয়ানা’, অভিনয়ে তৌসিফ ও তটিনী।
প্রযোজনা প্রতিষ্ঠান সুলতান এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাতটি নাটক। তারাও এর আগে ঈদে ১৫ থেকে ২০টি করে নাটক মুক্তি দিত। এবারের নাটকগুলো হলো মহিদুল মহিমের ‘হৃদয়ের এক কোণে’, অভিনয়ে জোভান, তটিনী; মহিদুল মহিমের ‘হৃদয়ে রেখেছি গোপনে’, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী; এম ডি তৌফিকুল ইসলামের ‘আমি শুধু তোমার হব’, অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির; মোহাম্মদ মিফতাহ আনানের ‘মন দিতে চাই’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল; এস আর মজুমদারের ‘ব্রেকআপ থেকে শুরু’, অভিনয়ে নিলয় আলমগীর, হিমি; ইমরাউল রাফাতের ‘আমি শুধু চেয়েছি তোমায়’, অভিনয়ে জোভান, তটিনী; রাফাত মজুমদার রিংকুর ‘দাঁড়ালে দুয়ারে’, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী।
ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবার ঈদে মুক্তি দেবে মাত্র তিনটি নাটক।
পুলক অনিলের ‘আজান’, অভিনয়ে ইরফান, ফারিন খান; জুবায়ের ইবনে বকরের ‘ফায়ার ফাইটার’, অভিনয়ে ইরফান সাজ্জাদ ও ফারিন খান; রুবেল আনুষের ‘কানামাছি’, অভিনয়ে মুশফিক আর ফারহান ও সাফা কবির।
সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট মুক্তি দেবে সাজ্জাদ হোসেন বাপ্পীর ‘লাভ মি মোর’, অভিনয়ে তৌসিফ মাহবুব, নিদ্রা দে নিহা; মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘তোমাদের গল্প’, অভিনয়ে জোভান, তটিনী; কে এম সোহাগ রানার ‘অগ্নিশিখা’, অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। তবে আরো দুটি নাটক মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ।
এদিকে গোল্লাছুটে সঠিক কতগুলো নাটক মুক্তি পাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলতে পারেননি প্রতিষ্ঠানটির কর্ণধার শাহীন কবির টুটুল।