ফারুক-ফাহিম মুখোমুখি

বিরোধের পর সাদা পতাকা

ফাহিমের অভিযোগ, ‘কাজ যদি করতে না পারি এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যদি না থাকে...স্বাধীনতা নিয়ে কাজ করাটা আমার জন্য খুব জরুরি।’ ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির কর্মকর্তারা ছাড়াও বাইরের অনেক লোকের সামনে তাঁকে হেয় করার বিষয়টিও সামনে এনেছেন তিনি।

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার

টি স্পোর্টস

শেয়ার

ফারুক-ফাহিম বিরোধে লজ্জিত মাহমুদ

ফারুক-নাজমুল বিসিবিতে আসার পর পরিচালকের পদ ছাড়া খালেদ মাহমুদ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বোর্ডের দুজনের দ্বন্দ্বের খবর প্রকাশ্যে আসার ঘটনায় সাবেক ক্রিকেটার হিসেবে লজ্জা পাচ্ছেন বলেও জানিয়েছেন মাহমুদ।

তামিমের ব্যাটে বরিশালের বড় জয়

শেয়ার

সর্বশেষ সংবাদ