রংপুরের সঙ্গে উড়ছেন নাহিদও
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাহিদ রানা। তবে স্কোরবোর্ডে কখনোই লেখা থাকবে না তাঁর গতিময় বলের বিপক্ষে কতটা শঙ্কিত দেখিয়েছে লিটন দাস থেকে শুরু করে জেসন রয়কেও। একে তো সিলেটে ব্যাটিং-সহায়ক উইকেট, তার ওপর ছোট বাউন্ডারি। যেখানে রানের ফোয়ারা ছোটার কথা, সেখানে গতকাল মাত্র ১১১ রানে গুটিয়ে গেছে ঢাকা।
তরিকুল ইসলাম সজল, সিলেট থেকে
সম্পর্কিত খবর