ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে ২-০তে পিছিয়ে পড়েছিল বায়ের লেভারকুসেন। প্যাট্রিক শিকের জোড়া লক্ষ্যভেদের পর ভিক্টর বোনিফেসের গোল জার্মান কাপে কোলনের বিপক্ষে ৩-২ গোলের অসাধারণ এক জয় এনে দিয়েছে বায়ের লেভারকুসেনকে। স্প্যানিশ কোপা দেলরের কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও।
লেগানেসের বিপক্ষে লুকা মডরিচ ও এনদ্রিকের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।