<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বছর ঘুরে আবার এলো বড়দিন। মুক্তিদাতা প্রভু যিশুর জন্মদিন। প্রভু যিশু মানবজাতিকে পাপ থেকে মুক্ত করতে, স্বর্গে যাওয়ার পথ সহজ করতে মর্ত্যে এসেছিলেন। তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন সর্বশ্রেষ্ঠ উপহার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভালোবাসা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। যিশু তো নিজেই </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভালোবাসা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। পরস্পরের প্রতি এই ভালোবাসা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতিই হলো বড়দিনের মূল উদ্দেশ্য। হিংসা-বিদ্বেষ ভুলে ক্ষমার আদর্শ প্রতিষ্ঠাই মিলন ও ভালোবাসা। প্রতিবেশীকে ভালোবাসো, প্রেমপ্রীতি ও মনপ্রাণ দিয়ে আনন্দে ভরে তোলাই সব রকম উৎসবের বড় উপহার। উৎসবে আনন্দে আমরা যেসব উপহার জামাকাপড় আরো অন্যান্য দ্রব্য, সব কিছুর মধ্যেই থাকে ভালোবাসা, স্নেহ ও আদর। এর মধ্য দিয়েই মহামিলনের তাৎপর্য বয়ে আনে, সঙ্গে স্বর্গীয় শান্তি ও পবিত্রতা। যিশুখ্রিস্টের জন্মদিন আমাদের বড়দিন। উঠিল শুভ সংগীত ভুবনে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবারের বড়দিন এসেছে যুদ্ধবিগ্রহ, দেশে দেশে অরাজকতা, গাজায় মৃত্যুর মিছিল নিয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অভাব-অনটনে মানুষ বিপন্ন। শান্তির-স্বস্তির অভাব। অন্ন, বস্ত্র, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম আকাশচুম্বী। সংসার চালানো, পরিবার-পরিজনের হাতে বড়দিনের সামান্য উপহার তুলে দিতে হিমশিম খেতে হবে পরিবারের কর্তাব্যক্তিকে। পরিবারে ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনের আশা-আকাঙ্ক্ষাকে আনন্দের সঙ্গে তুলে দিতে অনেকেই ব্যথিত হবেন। হয়তো অনেক কিছুই মনমতো হবে না। তবু চেষ্টার অন্ত থাকবে না। যাঁরা বিত্তশালী তাঁরা যদি এগিয়ে আসেন অভাবীদের পাশে, তবেই সেই খ্রিস্টের ভালোবাসার উপহার, সবার মুখে হাসি ফুটবে। যিশুখ্রিস্ট চান আমরা যেন তাঁর আদর্শ অনুসরণ করে পথ চলি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রভু যিশুর আগমনে আনন্দ কীর্তনে ভরে উঠবে সারা বিশ্ব, দেশ ও জাতি। কিন্তু দেশের ও জাতির এই ক্রান্তিলগ্নে মনে শান্তি নেই। সর্বত্রই ভয় ভয় ভাব। তবু আমাদের বাঁচতে হবে এই নীরব দুর্ভিক্ষের মধ্য দিয়ে। মনে ঈশ্বরের বিশ্বাস রাখতে হবে। ক্ষমা ও ভালোবাসার আদর্শ স্থাপন করতে হবে। যতই আনন্দ-উল্লাস করি না কেন প্রেম, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ স্বর্গীয় ও আধ্যাত্মিক মমত্ববোধ না থাকলে আনন্দ উৎসব ও বড়দিন সার্থক হবে না। আসুন, আমরা সবাই প্রভু যিশুর মহান জন্মতিথিতে সম্মিলিতভাবে বলি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুভ বড়দিন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। আর সামনে নতুন বছর। আমরা দেশবাসী আগামী নববর্ষে যেন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারি, এটাই প্রার্থনা। সবার জন্য শুভ বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : শিক্ষক</span></span></span></span></p>