<p>নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে খ্রিস্টান ধর্মালম্বীরা মেতে উঠেছেন উৎসবে।</p> <p>মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়। বড়দিনকে ঘিরে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গির্জা ও ফাতিমা রাণী ধর্মপল্লী ক্যাথলিক গির্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ত্রিভুজ প্রেম : দুজনের আত্মহত্যা, আরেক প্রেমিক আত্মগোপনে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735111387-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ত্রিভুজ প্রেম : দুজনের আত্মহত্যা, আরেক প্রেমিক আত্মগোপনে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461171" target="_blank"> </a></div> </div> <p>সকাল থেকেই খ্রিস্টান ধর্মালম্বী শিশু-নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের সুখের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ-শান্তির প্রত্যাশা করেন সবাই। খ্রিস্ট ভক্তরা এ সময় যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সবাইকে একসঙ্গে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহ্বান জানান।</p> <p>সমবেত প্রার্থনা শেষে সবাই মিলিত হয়ে যীশুর আরাধনায় সমবেত সংগীত পরিবেশন করে। এ সময় সমবেত প্রার্থনা পরিচালনা করেন বান্দরবান ফাতিমা রাণী ধর্মপল্লী ক্যাথলিক গির্জার পাল-পুরোহিত ফাদার সুধীর দাশ, সিএসসি।</p>