নববধূর মায়াকাড়া সাজ
বিয়ের পর দল বেঁধে নতুন বউ দেখার কৌতূহল দেখা যায় আত্মীয়-স্বজন ও পরিচিতদের মধ্যে। এ সময় বিভিন্ন দাওয়াতেও হাজির হতে হয় নববধূকে। তাই এ সময় নববধূর সাজও হওয়া চাই নজরকাড়া। প্রথাগত সাজের বাইরেও এখন নববধূরা সাজছেন নিজস্ব স্টাইল ও ট্রেন্ডে। লিখেছেন অলকানন্দা রায়
সম্পর্কিত খবর